• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

এইচএসসি পাসে পুলিশ ট্রেনিং সেন্টারে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ০৯:১৬
চাকরি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারকের ভিত্তিতে কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল কার্যালয়ে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদনপত্র পৌঁছাতে হবে ডাকযোগে।

যা যা প্রয়োজন—

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা:
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা:
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়স: প্রার্থীর বয়সসীমা ১৫ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেভাবে আবেদন: আবেদনকারীদের চাকরির নির্দিষ্ট আবেদন ফরম নিজ হাতে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। চাকরির আবেদন ফরমটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে, পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্দিষ্ট আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। খামের ওপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি: প্রার্থীকে কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের অনুকূলে পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড নং-১৪২২৩২৬-তে ২০০ টাকা অনলাইনে জমা দিয়ে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল।

আবেদনের শেষ সময়: আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ দিচ্ছে আগোরা, কাজ সপ্তাহে ৫ দিন
একাধিক জনকে চাকরি দেবে ইবনে সিনা
চাকরি দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পুলিশের এসআই পদে চাকরির সুযোগ