• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার আহমেদ

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৯
ছবি: সংগৃহীত

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ২৫ আগস্ট অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জায়েদ বখত। দফায় দফায় নিয়োগ পেয়ে তিনি প্রায় ১০ বছর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল
দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান ও ৪ সদস্য
ডিএসইর নতুন চেয়ারম্যান মমিনুল ইসলাম