• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

এসএসসি পাসে নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৫ ব্যাচে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সকল জেলার আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

১. শাখার নাম: ডিই-ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

পদসংখ্যা: ৩২৯

যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান), মাদরাসা (বিজ্ঞান), ভোকেশনাল, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. শাখার নাম: মেডিকেল

পদসংখ্যা: ১৩

যোগ্যতা: ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।

৩. শাখার নাম: পেট্রোলম্যান

পদসংখ্যা:

যোগ্যতা: ন্যূনতম এসএসসি-সমমান (মাদরাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৪. শাখার নাম: রাইটার

পদসংখ্যা: ২০

যোগ্যতা: ন্যূনতম এসএসসি-সমমান (মাদরাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৫. শাখার নাম: স্টোর

পদসংখ্যা: ২২

যোগ্যতা: ন্যূনতম এসএসসি-সমমান (মাদরাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৬. শাখার নাম: মিউজ

পদসংখ্যা: ১০

যোগ্যতা: ন্যূনতম এসএসসি-সমমান (মাদরাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৭. শাখার নাম: এমওডিসি ( নৌ)

পদসংখ্যা:

যোগ্যতা: ন্যূনতম এসএসসি-সমমান (মাদরাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৮. শাখার নাম: কুক

পদসংখ্যা: ২৮

যোগ্যতা: ন্যূনতম এসএসসি-সমমান (মাদরাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

৯. শাখার নাম: স্টুয়ার্ড

পদসংখ্যা: ০৯

যোগ্যতা: ন্যূনতম এসএসসি-সমমান (মাদরাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

১০. শাখার নাম: টোপাস

পদসংখ্যা: ১৩

যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।

যা যা প্রয়োজন—

বয়স: নাবিক পদে ০১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৭-২০ বছর এবং এমওডিসি (নৌ) পদে ১৭-২২ বছর।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: পুরুষ

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

দক্ষতা: সাঁতার জানা অত্যাবশ্যক।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্নাতক পাসে চাকরি দিচ্ছে পদ্মা ব্যাংক
সরকারি চাকরিজীবীদের কোন গ্রেডে কত বেতন বাড়ছে
সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব
আকর্ষণীয় বেতনে ২০০ জনকে চাকরি দিচ্ছে ডিজিকন টেকনোলজিস