জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এইচএসসি পাসেও আবেদন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের জন্য তিনটি পদে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
১. সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ২য় বিভাগ বা সমমানের গ্রেডসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
২. সহকারী আর্কিটেক্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ২য় বিভাগ বা সমমানের গ্রেডসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।
আবেদনের বয়সসীমা: নির্ধারিত তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: প্রকল্প পরিচালক, বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অনুকূলে ১ ও ২নং পদের জন্য ৩০০ টাকা এবং ৩নং পদের জন্য ১০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা-১৩৪৩ ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা bpatc.portal.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৪।
মন্তব্য করুন