• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

এসএসসি পাসে টিআইবিতে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ০৯:০৩
চাকরি
ছবি: সংগৃহীত

জনব নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স’ প্রকল্পের অধীনে একজন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

যা যা প্রয়োজন—

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় পাস হতে হবে। তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.০–এর কম (এসএসসি) গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা: কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা পড়তে, লিখতে ও যোগাযোগে সক্ষম হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম এবং সৎ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। সময়নিষ্ঠতা, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন হতে হবে।

বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর অগ্রাধিকারযোগ্য।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্তসহ এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পেশাগতভাবে পরিচিত দুজন দায়িত্বশীল ব্যক্তির রেফারেন্স, মুঠোফোন নম্বর ও ই–মেইল উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কো-অর্ডিনেটর এইচ আর অ্যান্ড ওডি, টিআইবি, মাইডাস সেন্টার (লেভেলস ৪ ও ৫), বাড়ি-০৫, সড়ক- ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। আবেদনপত্রের খামের ওপরে স্পষ্ট অক্ষরে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন’ উল্লেখ করতে হবে।

বেতন: সর্বসাকুল্যে মাসিক বেতন ২৯,২৫২ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইনস্যুরেন্স সুবিধা রয়েছে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৮ ডিসেম্বর
নিয়োগ দেবে যমুনা ব্যাংক, স্নাতক পাসেও আবেদন
যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
এসএসসি পাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরি