• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শিক্ষানবিস অফিসার নেবে গ্রামীণ ব্যাংক, আবেদনের শেষ সময় আজ

অরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:৫৪
ফাইল ছবি

গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শিক্ষানবিস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রার্থীদেরকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি/তিন বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রশিক্ষণ পদ্ধতি ও বেতন: নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিস অফিসাররা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণকেন্দ্রের আওতায় এক বছর (দুই পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক ১৩,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারী প্রার্থীদের দ্বিতীয় পর্বে ১৫,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রার্থীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫)–এর ৯ম গ্রেড ২২০০০-৫৩০৬০ টাকার বেতন স্কেলে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। তা ছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যাঁরা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন, তাদের শিক্ষানবিস অফিসার পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

আবেদনের বয়স: ৮ ডিসেম্বরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্নাতক পাসে চাকরি দিচ্ছে পদ্মা ব্যাংক
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত