• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ

আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯
চাকরি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন—

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

বিভাগের নাম: সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেড (টিটি)

পদের নাম: সৈনিক

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সাধারণ (জিডি): এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ থাকতে হবে।

টেকনিক্যাল ট্রেড: নারী ও পুরুষ জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ জিপিএ-৩ থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭-২০ বছর

শারীরিক যোগ্যতা

পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনের বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকা।প্রার্থী নির্বাচন পদ্ধতি: কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

আবেদন শুরু: ২১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর, বাড়ল সময়
এসএসসি পাসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি
সব সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন
শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন