আকর্ষণীয় বেতনে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজে নিয়োগ
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশবাদী বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। হবিগঞ্জে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।
যা যা প্রয়োজন—
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: প্রজেক্ট ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, সমাজবিজ্ঞান, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বড় কোনো উন্নয়ন প্রকল্পে বিশেষ করে স্কুল ফিডিং, নিউট্রিশন, ওয়াশে অন্তত পাঁচ থেকে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ফিন্যান্সিয়াল প্ল্যানিং, বাজেট ম্যানেজমেন্ট ও ডোনার রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের কাজ জানতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা ও রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: মাধবপুর, হবিগঞ্জ
বেতন: মাসিক বেতন ১,২১,০৯৫ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। একই লিংকে ছবি, স্বাক্ষর, কাভার লেটার, দুটি রেফারেন্সসহ সিভি আপলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৫।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন