• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে ৬ পদে ৯৯ জন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৫:১০

পেট্রোবাংলার অধীনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে ৬টি পদে ৯৯ জনকে নিয়োগ দেয়া হচ্ছে। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি সূত্রে তথ্যটি পাওয়া গেছে।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:

সহকারী প্রকৌশলী(ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স-১৪টি/মেকানিক্যাল-১১/ কেমিক্যাল-৭টি/সিভিল-৮টি) পদে সর্বমোট ৮০ জনকে নেয়া হবে। প্রার্থীদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তবে, কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

সহকারী ব্যবস্থাপক(সাধারণ) পদে ১৬ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি/ সমমানের অথবা দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর সম্মানে চার বছর মেয়াদী স্নাতক কোর্স করা থাকতে হবে।

সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব) পদে ৯ জনকে নেয়া হচ্ছে। প্রার্থীদের বাণিজ্যিক বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি/ সমমানের অথবা দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর সম্মানে চার বছর মেয়াদী স্নাতক কোর্স করা থাকতে হবে। সিএ/আইসিএমএ(ইন্টারমিডিয়েট)/ এমবিএ ডিগ্রিধারীরা ও আবেদন করতে পারবেন।

উপ-সহকারী প্রকৌশলী(ইলেকট্রিক-২টি/মেকানিক্যাল-৭টি/সিভিল-৬টি) পদে সর্বমোট ১৫ জনকে নিয়োগ দেয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে।

সহকারী কর্মকর্তা(সাধারণ) হিসেবে ১৮ জনকে নেয়া হবে। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদী স্নাতক(সম্মান) ডিগ্রি অথবা প্রশাসনিক কাজে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক ডিগ্রি।

সহকারী কর্মকর্তা(অর্থ/হিসাব) পদে একজনকে নেয়া হবে। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক(সম্মান) ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক ডিগ্রি।

বেতন : ১৬,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের প্রক্রিয়া ও শর্তাবলী:

প্রার্থীদের কোনো পরীক্ষায়ই ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে আগামী ২৮ জানুয়ারি ২০১৮ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

কেএইচ/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ
নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি
চেয়ারম্যানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন পেট্রোবাংলায় চাকরিপ্রত্যাশীরা
মৌখিক পরীক্ষা স্থগিত, অবরুদ্ধ পেট্রোবাংলা