খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে চাকরি
লোক নেয়া হচ্ছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে। গত ১৮ জানুয়ারি ২০১৮ সালে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা গেছে। ৭টি পদে সর্বমোট ১৩ জনকে নিয়োগ দেয়া হচ্ছে।
হিসাবরক্ষক পদে একজনকে নেয়া হচ্ছে। প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ হিসাব সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাফটসম্যান পদে একজনকে নিয়োগ দেয়া হচ্ছে। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাফটসম্যানশিপে তিন বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে।
সার্ভেয়ার পদে নেয়া হবে একজন। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সার্ভেয়িংয়ে তিন বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে।
ল্যাব এসিস্ট্যান্ট/টেকনিশিয়ান পদে একজনকে নেয়া হচ্ছে। বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলেই হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে চারজনকে নেয়া হবে। প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করাসহ কম্পিউটার, ডাটা এন্ট্রি, টাইপিং, ওয়ার্ড প্রসেসিংসহ মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে।
কম্পিউটার অপারেটর কাম পিএ পদে তিনজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করাসহ কম্পিউটার, ডাটা এন্ট্রি, টাইপিং, ওয়ার্ড প্রসেসিংসহ মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে।
ড্রাইভার পদে নেয়া হবে দুইজনকে। চাকরিপ্রার্থীকে হালকা ও ভারি মোটরযান চালনায় বৈধ লাইসেন্সসহ অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ২০১৫ সালের সরকারি বেতনকাঠামো অনুযায়ী ৯৩০০ টাকা থেকে শুরু করে ২৪৬৮০ টাকা পর্যন্ত। ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার পদের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে ২৫ বছর।
আবেদন করতে হবে http://bmd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ সময় : ১৩ ফেব্রুয়ারি ২০১৮
কেএইচ/পি
মন্তব্য করুন