চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭ জন শিক্ষক নেয়া হচ্ছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইটি ইনস্টিটিউট ও চারটি বিভাগে সর্বমোট ১৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত ২৯ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা গেছে।
ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক/প্রভাষক পদে একজন ও প্রভাষক পদে একজনকে নিয়োগ দেয়া হবে।
ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে প্রভাষক হিসেবে নেয়া হবে তিনজনকে।
প্রভাষক পদে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ তিনজনকে নিয়োগ দেবে।
আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রভাষক পদে তিনজনকে নেয়া হবে।
ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চে সহকারী অধ্যাপক/প্রভাষক পদের বিপরীতে একজনকে প্রভাষক(শিক্ষা, বিজ্ঞান শাখা) হিসেবে নেয়া হবে। অপরদিকে আরো দুইজনকে প্রভাষক(শিক্ষা, কলা/সমাজবিজ্ঞান শাখা) পদে নিয়োগ দেয়া হবে।
ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে সহকারী অধ্যাপক/প্রভাষক পদের বিপরীতে তিনজনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেয়া হবে।
সহকারী অধ্যাপকদের জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে এবং প্রভাষকদের জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে বেতন দেয়া হবে। কেবল বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
পদগুলোর জন্য প্রয়োজনীয় যোগ্যতাসহ বিস্তারিত তথ্যাদি এবং আবেদন ফরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cu.ac.bd এ পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ : ২৬/০২/২০১৮
চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:
কেএইচ/জেএইচ
মন্তব্য করুন