• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ২৩ পদে ৪২ জন নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪২

কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড)২৩ পদে ৪২ জন লোক নেয়া হচ্ছে। একাডেমির ওয়েবসাইট থেকে খবরটি জানা গেছে।

সংস্থাটি পরিচালক পদে একজন, সহকারী পরিচালক পদে চারজন, উচ্চমান সহকারী পদে দুইজন, লেডি হেলথ ভিজিটর পদে একজন, জুনিয়র আর্টিষ্ট পদে একজন, নিম্নমান সহকারী পদে দুইজন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন, বিক্রেতা পদে একজন, ড্রাইভার পদে একজন, পাম্প ড্রাইভার পদে একজন, সহকারী পরিদর্শিকা পদে চারজন, স্কীলড মেইনটেনেন্স ওয়ার্কার পদে দুইজন, সংগঠিকা পদে একজন, উইভিং মাষ্টার পদে একজন, নিটিং মাষ্টার পদে একজন, ট্রাই হুইলার ড্রাইভার পদে একজন, দপ্তরী পদে একজন, ম্যাসন সহকারী পদে একজন, বাস সহকারী পদে দুইজন, পিয়ন পদে তিনজন, বাগানমালী পদে দুইজন, পরিচারক পদে একজন ও নিরাপত্তা প্রহরী পদে দুইজনকে নিয়োগ দেয়া হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: অ্যাডভেন্ট ফার্মার আইপিও আবেদন শুরু রোববার
--------------------------------------------------------

প্রত্যেক পদের আবেদনকারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি’র নিজস্ব ওয়েবসাইট www.bard.gov.bd থেকে ফরম ডাউনলোড করে কম্পিউটারে টাইপ করে আবেদন করতে হবে।

আবেদন পাঠাতে হবে ডাকযোগে। আবেদনপত্র পাঠানোর সর্বশেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়