• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় তেজগাঁও কলেজ কেন্দ্র বাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৯

আগামী ৯ মার্চ রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন রাজধানীর ৪৫টি কেন্দ্রে ওই পরীক্ষা নেয়া হবে। কেন্দ্র তালিকায় এবার তেজগাঁও কলেজকে বাদ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি এ তথ্য জানিয়েছে।

আজ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রূপালী ব্যাংকের ওই নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ৪৫টি কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। সেখানে তেজগাঁও কলেজ কেন্দ্রের নাম নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ৩২৮ পদে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষা হবে। এতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে। এতে যেসব পরীক্ষার্থী পাস করবেন, তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: কর কমিশনার কার্যালয়ে ৩৯ জন নিয়োগ
--------------------------------------------------------

তেজগাঁও কলেজে গত ২০ জানুয়ারি অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষা ছিল। এ সময় এক পরীক্ষার্থী একটি ইলেকট্রনিকস ডিভাইস বের করলে অন্য পরীক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। পরে পরীক্ষা শেষে ওই কেন্দ্রের প্রতিবাদ করা প্রার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ ওঠে।

ওই অভিযোগের পর তেজগাঁও কেন্দ্রটিকে রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার জন্য বাদ রাখা হয়েছে। তবে পরবর্তী কোনো পরীক্ষা সেখানে হবে- সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আজ
বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহেই
স্নাতক পাসে নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স