ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

সিলেটে চা বাগানে জাহাঙ্গীর হত্যা মামলার আসামিরা হাইকোর্টে খালাস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২ , ০২:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

আঠারো বছর আগে সিলেটের দলদলি চা-বাগানে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি হত্যার দায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ও যাবজ্জীবন দণ্ডিত সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো। সিলেট নগরীর দলদলি চা-বাগানে ২০০৪ সালের ১ সেপ্টেম্বর ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবার করা মামলায় ২০০৫ সালের ৩১ জানুয়ারি ৮ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

বিচার শেষে ২০১৬ সালের ১৪ নভেম্বর সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা নগরীর কলবাখানি এলাকার শরীফ উদ্দিনকে মৃত্যুদণ্ড দেন। ইকবাল মিয়া, গুলজার আহমদ, কালাম মিয়া, নয়ন ওরফে রিপন, রাজ্জাক, জলিল ও হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |