ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কা‌লিয়া‌কৈরে অটো‌রিকশাচাল‌কের রহস্যজনক মৃত্যু 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ , ০৩:২৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রের মাঝুখান গ্রা‌মে আব্দুল্লাহ বিশ্বাসের (৪৫) রহস‌্যজনক মৃত্যু হ‌য়ে‌ছে। নিহ‌তের প‌রিবা‌রের অভি‌যোগ স্ত্রীর সঙ্গে পরকীয়ায় বাধা দেওয়ায় হত‌্যার পর গা‌ছের সঙ্গে গামছা পেঁচি‌য়ে ঝুলিয়ে রাখা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৮ এপ্রিল) মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠিয়েছে পু‌লিশ। 

নিহত আব্দুল্লাহ বিশ্বাস মা‌নিকগ‌ঞ্জের হ‌রিরামপুর থানার মির্জানগর গ্রা‌মের শাহ জাহান বিশ্বা‌সের ছে‌লে।

বিজ্ঞাপন

শ্বশুর বা‌ড়ির এলাকা উপ‌জেলার মাঝুখান গ্রা‌মে বা‌ড়‌ি তৈ‌রি ক‌রে স্ত্রীর সন্তান‌দের নি‌য়ে ৯ বছর যাবৎ বসবাস কর‌ছিলেন তিনি। 

নিহ‌তের প‌রিবা‌রের অভি‌যোগ, আব্দুল্লাহ বিশ্বা‌সের স্ত্রী মি‌নি আক্তা‌রের সঙ্গে স্থানীয় এক‌টি টেইলা‌র্সের ব‌্যবসায়ীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এর প্রভাবে আব্দুল্লাহর সঙ্গে তার স্ত্রীর পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল দীর্ঘ‌দিন যাবৎ। গত দুবছর যাবৎ স্থানীয়ভা‌বে সালিস হ‌য়ে‌ছে ক‌য়েকবার। গতরা‌তেও স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার স্ত্রীর। সকা‌লে বা‌ড়ি থে‌কে একটু দূ‌রে গা‌ছের সঙ্গে গামছা দি‌য়ে বাধা অবস্থায় আব্দুল্লাহর মরদেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেন স্থানীয়রা। পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে মর্গে পা‌ঠি‌য়ে‌ছে। 

মৌচাক পু‌লিশ ফাঁড়ির উপপ‌রিদর্শক সাইফু‌র রহমান জানান, মরদেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের পর রহস‌্য জানা যা‌বে ঘটনা‌টি হত‌্যা না আত্মহত‌্যা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |