• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বর্ষাকালে দেয়ালে ড্যাম্প ও স্যাঁতস্যাঁতে ঘর, যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২০, ১৪:২৯
walls damp
দেয়ালে ড্যাম্প। ফাইল ছবি।

চলছে বর্ষাকাল, এই সময় ঘরের দেয়ালে ড্যাম্প পড়ে দেয়ালে বিশ্রী কালচে দেখায়। দেয়ালের এই ড্যাম্প থেকে ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ হয়। চিন্তার কিছু নেই! আপনার ঘরে এমন হলে জেনে নিন সহজ সমাধান।

যা করবেন-

  • প্রথমে ঘরের দেয়ালের যে সব জায়গা থেকে ড্যাম্প ছড়াচ্ছে তা চিহ্নিত করুন। অনেক সময় দেখা যায়, কোনও জায়গা থেকে ক্রমাগত পানি চুঁইয়ে পড়ার ফলে দেয়ালের কোনও অংশ দিনের পর দিন ভিজে থাকে। ফলে দেয়ালের ওই ভেজা অংশ থেকেই ড্যাম্প ছড়াতে থাকে। তাই প্রথমেই ড্যাম্পের উৎসস্থলটা চিহ্নিত করা জরুরি।
  • ঘরের দেয়ালের পানি চুঁইয়ে পড়ার কারণ খুঁজে বের করতে হবে আর যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করতে হবে।
  • ঘরের ভেন্টিলেশনের দিকে নজর রাখুন। অনেক সময় সেখান থেকেও পানি চুঁইয়ে দেয়াল নষ্ট হতে পারে। তাই বর্ষার আগেই ব্যবস্থা নিন।
  • অনেক সময় বাড়ির ছাদে ফাটল ধরে পানি চুঁইয়ে ঘরের ভিতরে ছাদের অংশে বা দেওয়ালে ড্যাম্প ধরে। এক্ষেত্রে দেওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে ছাদের ওই ফাটল মেরামত করা জরুরি।
  • এ ছাড়াও বাজারে উপলব্ধ ‘মোল্ড রেজিস্ট’ রং বা জিপসাম প্লাস্টার ব্যবহার করতে পারেন। এগুলো ঘরের দেওয়ালকে ড্যাম্প পড়ার হাত থেকে দীর্ঘদিন রক্ষা করতে সক্ষম।
  • দীর্ঘদিন কোনও আসবাব দেয়ালে ঝোলানো থাকলে সেখানেও ড্যাম্প ধরে। এক্ষেত্রে কিছুদিন পর পর আসবাবপত্রের জায়গা পালটে ফেলুন।
  • চেষ্টা করুন ঘর যাতে দিনের বেশির ভাগ সময় খোলামেলা থাকে। কারণ বদ্ধ ঘরে অতিরিক্ত জলীয়বাষ্প বা আর্দ্রতা জমে দেওয়ালে ড্যাম্প পড়ার আশঙ্কা থাকে।

সূত্র- জি নিউজ।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
শীতে জয়েন্টে ব্যথা থেকে মুক্তি পেতে যা করবেন
হঠাৎ ভূমিকম্প হলে যা করবেন, যা করবেন না
সরকারি অফিসের দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান