• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কফি না খেয়ে আরও যে সব কাজে ব্যবহার করতে পারবেন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ২০:২৭
Coffee
কফি

এমন অনেকেই আছেন যাদের কফিতে চুমুক ছাড়া দিন কাটে না। সারা বছর তো কফি খাওয়া হয়, না হয় দু-একদিন অন্য কাজ করলেন। কফি বিনস বা কফির বীজের রয়েছে নানা গুণ।

জেনে নিন কফির বেশকিছু ব্যবহার-

  • ত্বকের জন্য কফি বেশ উপকারী। বলিরেখা দূর করে, মৃত কোষ দূর করে, এমনকি অ্যান্টি-অক্সিড্যান্ট হিসাবেও কাজ করে কফি। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তার পর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছু ক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিন।
  • শ্যাম্পু করে নেওয়ার পর কোল্ড কফি মাথায় ঢেলে কিছু ক্ষণ রেখে তার পর মাথা ধুয়ে নিন। কন্ডিশনার হিসেবে দারুণ কাজ করে কফি।
  • কম-বেশি সবাই ফ্রিজের দুর্গন্ধের সঙ্গে পরিচিত। একটা কাপে কিছুটা কফি রেখে দিন ফ্রিজের মধ্যে। কফি সমস্ত দুর্গন্ধ টেনে নেবে।
  • আলমারির মধ্যে জামাকাপড়ের ভ্যাপসা গন্ধ আর আর্দ্র ভাব দূর করতে টিস্যু কাগজে মুড়ে আলমারি বা ড্রয়ার কিংবা ওয়ার্ডরোবের তাকে রেখে দিন কফি বীজ বা কফি বিনস।
  • কফির কড়া গন্ধ পোষা প্রাণীকে পোকামাকড় থেকে নিরাপদ রাখবে। রান্নাঘরেও পোকামাকড়ের উপদ্রব কমবে।
  • রুম ফ্রেশনার হিসেবেও কফির সিরাপ স্প্রে করে ব্যবহার করা যেতে পারে।

সূত্র- আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন: পান করুন নীল অপরাজিতা চা, জেনে নিন গুনাগুণ

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে ক্যাফেতে পাঁচ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
রান্নাঘরের মুশকিল আসান হবে কফি দিয়েই 
পানির ওপর ৩৬০ ডিগ্রিতে ঘুরছে মেকানিকের স্বপ্নের ঘর
সিমেন্ট দিয়ে তৈরি পানীয়তেই স্বাদ মেলে চা কিংবা কফির!