• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

কফি না খেয়ে আরও যে সব কাজে ব্যবহার করতে পারবেন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ২০:২৭
Coffee
কফি

এমন অনেকেই আছেন যাদের কফিতে চুমুক ছাড়া দিন কাটে না। সারা বছর তো কফি খাওয়া হয়, না হয় দু-একদিন অন্য কাজ করলেন। কফি বিনস বা কফির বীজের রয়েছে নানা গুণ।

জেনে নিন কফির বেশকিছু ব্যবহার-

  • ত্বকের জন্য কফি বেশ উপকারী। বলিরেখা দূর করে, মৃত কোষ দূর করে, এমনকি অ্যান্টি-অক্সিড্যান্ট হিসাবেও কাজ করে কফি। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তার পর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছু ক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিন।
  • শ্যাম্পু করে নেওয়ার পর কোল্ড কফি মাথায় ঢেলে কিছু ক্ষণ রেখে তার পর মাথা ধুয়ে নিন। কন্ডিশনার হিসেবে দারুণ কাজ করে কফি।
  • কম-বেশি সবাই ফ্রিজের দুর্গন্ধের সঙ্গে পরিচিত। একটা কাপে কিছুটা কফি রেখে দিন ফ্রিজের মধ্যে। কফি সমস্ত দুর্গন্ধ টেনে নেবে।
  • আলমারির মধ্যে জামাকাপড়ের ভ্যাপসা গন্ধ আর আর্দ্র ভাব দূর করতে টিস্যু কাগজে মুড়ে আলমারি বা ড্রয়ার কিংবা ওয়ার্ডরোবের তাকে রেখে দিন কফি বীজ বা কফি বিনস।
  • কফির কড়া গন্ধ পোষা প্রাণীকে পোকামাকড় থেকে নিরাপদ রাখবে। রান্নাঘরেও পোকামাকড়ের উপদ্রব কমবে।
  • রুম ফ্রেশনার হিসেবেও কফির সিরাপ স্প্রে করে ব্যবহার করা যেতে পারে।

সূত্র- আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন: পান করুন নীল অপরাজিতা চা, জেনে নিন গুনাগুণ

জিএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সার্কফিন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন হলেন ড. আহসান এইচ মনসুর
খাটাশ বিড়াল ও হাতির মল থেকে যেভাবে তৈরি হয় বিশ্বের দামি কফি
স্ট্রোকের ঝুঁকি বাড়াবে কফি ও ফ্রুট জুস
কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের