• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

মৌরি খেলে যে উপকারিতা পাবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:০৬
Fennel
মৌরি

হোটেল রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে অনেক সময় মৌরি খেতে দেয়া হয়। কেউবা পান তামাকের সঙ্গে মৌরি খান। তবে যথাযথ প্রক্রিয়ায় মৌরি খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে।

মৌরি খেয়ে যে উপকার পাবেন-

  • মৌরি এমন একটি খাদ্য উপাদান যা আপনি শুধু চিবিয়েও খেতে পারেন, ভিজিয়ে পানি খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন। এতে রয়েছে নানা উপকারিতা।
  • মৌরি ভেজানো পানি খেলে দূর হয় হজমের সমস্যা। এজন্য মৌরি ভালোভাবে ধুয়ে রাতে এক গ্লাস পানিতে এক চামচ মৌরি ভিজিয়ে রাখুন।
  • চায়ের সঙ্গে মৌরি মিশিয়ে খেলে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা দূর হয়! চা তৈরি করার সময় তাতে এক চামচ মৌরি দিন। পরে চা ছেঁকে নিন।
  • মৌরিতে ফাইটোনিউট্রিয়েন্ট আছে, তা সাইনাসের সমস্যা দূর করতে পারে। ব্রঙ্কাইটিস ও কফের সমস্যা দূর হয়। নিয়মিত মৌরি খেলে শ্বাসকষ্টে আরাম মেলে।

সূত্র- নিউজ এইটিন

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেদ্ধ ব্রকলিতে কমবে ভুড়ি, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা 
দুধে কাজু ভিজিয়ে খেলে মিলবে যেসব উপকারিতা
শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেরা ৭ খাবার
পুষ্টিগুণে ভরপুর আতা ফলে রয়েছে দারুণ কিছু উপকারিতা