• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ডিমের খোসার চমৎকার চার ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১৬:০৪
Egg shell use
ডিমের খোসার ব্যবহার

ডিম যেমন উপকারী, তেমনি ডিমের খোসাও অনেক কাজের। ডিমের খোসার মধ্যে যে গুণ লুকিয়ে আছে, তা শুনলে আপনি হয়তো অবাক হবেন।

যেসব কাজে লাগে ডিমের খোসা

রূপচর্চা থেকে গৃহস্থলীর নানা কাজে ডিমের খোসা ব্যবহার করা যায়।ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা ভালো করে গুঁডা করে মিশিয়ে নিন। এরপর এটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ত্বকে লাগান এই মিশ্রণ। মাস খানেকের মাথায় উজ্জ্বল ত্বক উপহার পাবেন।

বাগানে গাছে পোকার উপদ্রব বাড়লে, গাছের গোঁড়ায় ডিমের খোসা গুঁডা করে ছড়িয়ে দিন। পোকা ধারে কাছে আসবে না। মনে রাখবেন, ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, যা আপনার গাছের স্বাস্থ্যও ভালো করবে।

ব্যথার জন্য ভিনিগারে ডিমের খোসা মিশিয়ে রাখুন। দিন কয়েক পর দেখবেন ডিমের খোসা একেবারে মিশে গেছে ভিনিগারের সঙ্গে। কোনও জায়গায় ব্যথা হলে মিশ্রণটি সেখানে লাগিয়ে আলতো ভাবে মালিশ করুন। ব্যথায় কমে যাবে।

থালাবাসন মাজার কাজে ডিমের খোসা ব্যবহার করুন। বাসনের তেল ও পোড়া দাগ সহজে উঠে যাবে।

সূত্র- জিনিউজ

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হার্ট অ্যাটাক কেন হয়, লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়
গরম পানি ব্যবহারে ক্ষতি হয় ত্বক এবং চুলের
১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: আইজিপি 
টোল ছাড়াই আজ ৯ ঘণ্টা ব্যবহার করা যাবে এক্সপ্রেসওয়ে