যেভাবে কাটবে ১২ রাশির ২০২৩
কালের গর্ভে হারিয়ে গেছে ২০২২। নতুন বছরকে বরণ করে নিয়েছে সবাই। গত হওয়া বছর কেটেছে আনন্দ-বেদনার মধ্য দিয়ে। নতুন বছর নিয়ে সবার নতুন প্রত্যাশা রয়েছে। আগ্রহ আছে জানার, কেমন কাটবে ২০২৩। এজন্য রাশিফল জানতে বিভিন্নভাবে খোঁজ নিচ্ছেন সবাই। জ্যোতিষ ও ট্যারো কার্ড- এই দুই পদ্ধতির মাধ্যমে জানা যায় রাশিফল। ট্যারো কার্ড অনুযায়ী, ২০২৩ সালে কিছু রাশির জাতকদের ভালো কাটবে আবার কিছুর জীবনে ঘটবে উল্টোটা। আসুন ট্যারোর মাধ্যমে জেনে নেই ২০২৩ সালের মেষ থেকে মীন রাশি পর্যন্ত কোন রাশির জাতকের ২০২৩ কেমন কাটবে।
মেষ রাশি
ট্যারো রিডিং বলছে, ২০২৩ সালে মেষ রাশির জাতকদের বিনিয়োগ বৃদ্ধি পাবে। বেড়ে যাবে ব্যয়। যারা জমি, বাড়ি, গাড়ি কেনার পরিকল্পনা করছেন তারা সফল হবেন। লোন করে বাড়ি-ঘর করার পরিকল্পনা করার আগে ভালভাবে ভেবে নিন কারণ এতে দুশ্চিন্তায় পড়তে পারেন। এ বছর আপনার জীবনে কিছু মানসিক কষ্ট রয়েছে। বছরের শেষটা ভাল কাটবে। প্রেমজীবন ভাল থাকবে।
বৃষ রাশি
২০২৩ এর শুরুটা ভালোই কাটবে বৃষ রাশির জাতকদের। শুরুতেই অভিজ্ঞদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুরা এ সময় তাদের সহযোগিতা করবে। বছরটিতে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তন হতে পারে। আয়ও বৃদ্ধি পেতে পারে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অবিবাহিতরা পছন্দমত সঙ্গী পাবেন।
মিথুন রাশি
বছরের শুরুতে এ রাশির জাতকদের ভাল কাজ ও ব্যবসার যোগ দেখা যাচ্ছে। নতুন বছরে বন্ধুরা শত্রুতে পরিণত হতে পারে, সতর্ক থাকুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন।
কর্কট রাশি
যত পরিশ্রম করবেন তার অনুরূপ ফলাফল পাবেন। ব্যক্তিত্ব উন্নত হবে। কর্মক্ষেত্রে পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে। নতুন বছরে কর্কট জাতকদের দাম্পত্য জীবন ভাল থাকবে। কাজে বাধা দেখা দিতে পারে। এ সময় আপনাদের স্বভাবে আলস্য দেখা দেবে। পাশাপাশি ধন-সম্পদ বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশি
এ রাশির জাতকরা বছরের শুরুতে কোথাও যাত্রায় যেতে পারেন।ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায় সমস্যার সম্মুখিন হতে পারেন। এ কারণে মানসিকভাবে চিন্তিত থাকতে পারেন। সম্পত্তির বড় পরিবর্তন আসতে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। আবার নবদম্পতিদের সন্তান লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
নিকটাত্মীয়দের সঙ্গে ভাল সময় কাটবে কন্যা রাশির জাতকদের। বছরে অনেকগুলো যাত্রা করতে পারেন। আবার বিবাহে ইচ্ছুক জাতকদের ইচ্ছাপূরণ হতে পারে। আপনাদের সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। আবার ভালো চাকরির খোঁজে রয়েছেন যারা, তারা এ বছর ভালো সুযোগ পেতে পারেন।
তুলা রাশি
এ রাশির জাতকের ২০২৩ এ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এ সময়টা নিজের প্রতিযোগিদের থেকে সাবধান থাকতে হবে। বছরটি এ রাশির ধন-সম্পত্তির জন্য ভাল হবে। দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হবে।
বৃশ্চিক রাশি
এ বছরে বৃশ্চিক রাশির জাতকরা বুদ্ধি ও কৌশলের দ্বারা ভাগ্য নির্মাণ করবেন। প্রেম বিষয়ে সফলতা লাভ করবেন। চাকিরিজীবীরা কোনো বিশেষ পদ পেতে পারেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা এ বছর গাড়ি কিনতে পারেন। এ বছর আর্থিক অবস্থা ভাল থাকবে। শুভ কাজে অর্থ ব্যয় করতে পারেন। এ বছর আপনাদের বিদেশযাত্রার যোগ রয়েছে। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের জন্য সময় ভালো। সামাজিক জীবনে মান-সম্মান বাড়বে।
মকর রাশি
এ বছর ভাল কাটবে। পরিবারের মাধ্যমে অর্থ লাভ করবেন। প্রতিযোগীদের মাধ্যমে লাভের মুখ দেখবেন। বহুদিন ধরে অসুস্থ থাকলে এ বছর আপনাদের স্বাস্থ্যোন্নতি হতে পারে। বন্ধুদের সংখ্যা বৃদ্ধি পাবে। মনে কোনো কারণে ব্যাকুলতা থাকবে।
কুম্ভ রাশি
ট্যারো কার্ড অনুযায়ী, এ রাশির জাতকরা এ বছর একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। প্রতিযোগীদের থেকে সাবধান থাকতে হবে। দূরদর্শীতার ফলে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন। বছরের শেষ দিকে আর্থিক দৈন্যতায় পড়তে পারেন।
মীন রাশি
এ বছর গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ আছে। সবাই আপনার ব্যবহারের প্রশংসা করবে।পরিবারে কোনো না-কোনো ধরনের শুভ কাজ অনুষ্ঠিত হতে পারে। প্রেম প্রসঙ্গে সাফল্যের যোগ রয়েছে। প্রতিযোগীদের থেকে সাবধানে থাকুন।
মন্তব্য করুন