• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ভালোবাসার সপ্তাহের দিন-তারিখ জেনে নিন

আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪১
ভালোবাসার সপ্তাহের দিন-তারিখ জেনে নিন
ছবি : সংগৃহীত

রোজ ডে দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে শেষ হয়। দিনটিতে গোলাপ দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা বা ভালোলাগা প্রকাশ করে। এদিন বিভিন্ন রঙের গোলাপ প্রিয়জনকে উপহার দেন সবাই।

জেনে নিন ভালোবাসার সপ্তাহের দিন-তারিখ-

রোজ ডে (৭ ফেব্রুয়ারি)- ভালবাসার মানুষকে গোলাপ দিয়ে দিনটিকে সুন্দর ও স্মৃতিময় করতে পারেন। একেক গোলাপ একেক অর্থবহন করে, তাই প্রিয়জনকে গোলাপ দেওয়ার আগে গোলাপের অর্থ জেনে তারপরই সিদ্ধান্ত নিন কোন রঙের গোলাপ দিবেন।

প্রপোজ ডে (৮ ফেব্রুয়ারি)- এদিন প্রিয়জনকে প্রপোজ অর্থাৎ প্রেম নিবেদন করতে পারেন। সারা বছর চেষ্টা করেও যারা প্রিয়জনকে মনের কথা বলতে পারেননি, তাদের জন্য এ দিনটি হতে পারে খুবই শুভদিন।

চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি)- প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে সম্পর্কের শুরুটা করতে পারেন মিষ্টিমুখ করে।

টেডি ডে (১০ ফেব্রুয়ারি)- এদিন সঙ্গীকে টেডি বিয়ার উপহার দিন।

প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি)- ভালোবাসার সম্পর্ককে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন এ দিনটিতে। সম্পর্ককে দীর্ঘজীবী করতে যে কোনো পরিস্থিতিতে সঙ্গীর সঙ্গে থাকার অঙ্গীকার গুরুত্বপূর্ণ।

হাগ ডে (১২ ফেব্রুয়ারি)- ভালোবাসার সম্পর্কে নানা টানাপোড়েন হয়েই থাকে। এ সবই মুহূর্তেই দূর করতে পারে একটি আলিঙ্গন।

কিস ডে (১৩ ফেব্রুয়ারি)- ১৩ ফেব্রুয়ারি কিস ডে।

ভ্যালেন্টাইন্স ডে (১৪ ফেব্রুয়ারি)- ভালোবাসার সপ্তাহের শেষ দিনটি হলো ভ্যালেন্টাইন ডে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ হাজার ৭৭৪ কোটি টাকার এক বিরল গোলাপ
আজ যদি উনি একটা গোলাপ দিতেন: কনকচাঁপা
আট বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
শীতকালেও ঠোঁট থাকবে গোলাপের মতো সুন্দর