• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

জেনে নিন কোন রঙের গোলাপের কী মানে

আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৮
জেনে নিন কোন রঙের গোলাপের কী মানে
ছবি : সংগৃহীত

৭ ফেব্রুয়ারি রোজ ডে মানে গোলাপ দিবস। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভ্যালেনটাইন সপ্তাহ। দিনটিতে প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষকে গোলাপ উপহার দেওয়ার দিন। কিন্তু এক এক রঙের গোলাপের এক এক রকম অর্থ। সেটি জেনে তবেই গোলাপ উপহার দেওয়া ভালো।

জেনে নিন কোন রঙের গোলাপের অর্থ কী-

লাল গোলাপ : সবচেয়ে জনপ্রিয় হল লাল গোলাপ। এর মানে বেশির ভাগ মানুষই জানেন। প্রেমের চিহ্ন বলা হয় এই রঙের গোলাপটিকে। এই রঙের গোলাপ কাউকে দেওয়া মানে, তাকে ভালোবাসা জানানো।

ল্যাভেন্ডার গোলাপ : এই গোলাপটি বেশ বিরল। কিন্তু একে প্রেমের অস্ত্রও বলা যায়। কারণ এটি দেওয়ার মানে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন। Love at first sight বোঝাতে এই রঙের গোলাপ একেবারে উপযুক্ত।

গোলাপি গোলাপ : কারও প্রশংসা করতে চাইলে এই দিনে তার হাতে দিন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক। রোজ ডে তে উপহার দেওয়ার জন্য দারুণ রঙের গোলাপ এটি।

কমলা গোলাপ : কারো প্রতি খুব আবেগ কাজ করলে এটি দিতে পারেন। আবেগ বোঝানোর জন্য লাল গোলাপের চেয়েও বেশি পরিমাণে কাজের হলো কমলা গোলাপ। ফলে এটি এই দিনের জন্য একেবারে আদর্শ।

হলুদ গোলাপ : এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনো বন্ধুর এই দিনটি উজ্জ্বল করে তুলতে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।

পিচ গোলাপ : প্রেমের দিনে বা রোজ ডে-তে দেওয়ার জন্য দারুণ রং এটি। কারণ এর মানে, প্রেমে পড়েছেন। কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে না রেখে এই রঙের গোলাপ দিয়েই বলে ফেলুন মনের কথা।

সাদা গোলাপ : সারল্যের প্রতীক এই গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। এটি বিয়ে বাড়ি, বা শ্রদ্ধানুষ্ঠানে দেওয়ার মতো। ফলে এই দিনে এই রঙের গোলাপ এড়িয়ে যাওয়াই ভালো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুরতে গিয়ে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড
আরটিভিতে আজ (২৮ নভেম্বর) যা দেখবেন
অপছন্দের খাবার খেতে বাধ্য করতেন প্রেমিক, পাইলটের ‘আত্মহত্যা’
প্রেমের গুঞ্জনের মাঝেই র‍্যাপার বাদশার রেস্তোরাঁয় বোমা হামলা