• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

রোজায় শরীর ঠান্ডা রাখতে খাবেন যে পানীয়

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২৩, ২২:২৪
রোজায় শরীর ঠান্ডা রাখতে খাবেন যে পানীয়

মার্চেই শুরু হয় অস্বস্তিকর গরম। আর এবারের রোজাও শুরু হয়েছে মার্চ মাসেই। সারাদিন রোজা রেখে তাই এক গ্লাস প্রাণ জুড়ানো শরবত পেলে খারাপ হয় না। তাহলে রোজায় এই গরম থেকে নিজেদের বাঁচাতে এবার বানিয়ে ফেলুন এই শরবত। যা খেয়ে ঠান্ডা হবে শরীর, থাকবেন সুস্থও। নিত্যদিন তো চিনি-লেবুর শরবত থাকেই। এবার সেটিকেই পরিবেশন করুন একটু ভিন্ন স্বাদে। চাইলে সাহরিতেও পান করতে পারেন এক গ্লাস ঠান্ডা লেবু পুদিনার শরবত।

শরবত তৈরির জন্য যা লাগবে-

পুদিনা পাতা, পাতিলেবুর রস, কাঁচা মরিচ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, চিনি, স্বাদমতো লবণ, পানি।

যেভাবে তৈরি করবেন-

একটি ব্লেন্ডার জগে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। গরমের দিনে এই শরবত খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। ব্লেন্ড করে মিশ্রনটি বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। একটা বড় বাটিতে বরফ রেখে তার মধ্যে ছেঁকে নিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন মজাদার পুদিনার ঠান্ডা শরবত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
জয়পুরহাটে এক ঘণ্টার পুলিশ সুপার শিক্ষার্থী রোজা
‘তোমার সন্তানকে আমি কী বলে সান্ত্বনা দেব গো’
‘এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না’