পার্লারে গিয়ে আপার লিপ করানো থেকে মুক্তি দেবে এই প্যাক
মুখের লোম তোলা বিশেষ করে আপার লিপ করতে ভয় পান অনেক মেয়েরাই। তবে না করলেও নয়। এ ক্ষেত্রে পার্লারে গিয়ে ব্যাথা সহ্য না করে বা গাদা গাদা টাকা খরচ না করে এই ফেসপ্যাকটি ট্রাই করে দেখতে পারেন। এতে আপনার মুখে থাকা আবাঞ্ছিত লোম তো দূর হবেই, সঙ্গে ট্যান তুলে ফেলতেও সাহায্য করবে।
তাহলে এবার থেকে বাড়িতে বসেই মুখের লোম তুলে ফেলতে পারবেন। শুধু বানিয়ে নিতে হবে এই বিশেষ ফেসপ্যাকটি।
দেখে নিন কী কী লাগবে-
একটি পাত্রে ১ চা চামচ চিনি নিন। এবারে কিছুটা গরম পানি দিয়ে ভালো করে নেড়ে নিন যাতে চিনি গলে যায়। তারপর সেই মিশ্রণে দিয়ে দিন এক চিমটি হলুদ, ১ চা চামচ নারকেল তেল আর দু চা চামচ আটা। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। যদি বেশি পাতলা লাগে তাহলে আরেকটু আটা দিন। আর বেশি ঘন হলে অল্প পানি। এমনভাবে গুলে নিন যাতে সহজেই মুখে লাগিয়ে নেওয়া যায়।
এবার মুখ ফেসওয়াশ দিযে ধুয়ে নিন। তারপর শুকনো মুখে লাগিয়ে নিন এই ফেসপ্যাক। চাইলে মুখের যেই অংশে লোম বেশি আছে সেখানে লাগাতে পারেন, অথবা পুরো মুখেও লাগিয়ে নিতে পারেন। ১৫ মিনিটের মতো অপেক্ষা করুন যতক্ষণ না প্যাক পুরো শুকিয়ে যাচ্ছে। এবার একটা তোয়ালে সামান্য ভিজিয়ে নিয়ে নীচ থেকে ওপরে অর্থাৎ লোমের উল্টোদিকে মুছে নিন।
সপ্তাহে ১ দিন করে করুন। দেখবেন মুখের লোম ধীরে ধীরে কমে আসছে। একইসঙ্গে এটি ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয়। ট্যান পরিষ্কার করে। এবং চেহারায় একটা ঔজ্জ্বল্যতা নিয়ে আসে।
হলুদ অ্যান্টি সেপটিকের কাজ করবে আপনার ত্বকে। নারকেল তেল যোগাবে আদ্রতা, এবং আদা কাজ করবে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে। চাইলে আপনি ওপরের ফেসপ্যাকে সামান্য কফির গুঁড়োও ব্যবহার করে নিতে পারেন। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট কফি পাউডার ব্যবহার করুন। দানাযুক্ত কফি নয়।
মন্তব্য করুন