ঢাকা

হলুদ নাকি কমলা, কোন রঙের ডিমের কুসুম বেশি পুষ্টিকর

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ডিমের কুসুমের রং বিভিন্ন হতে পারে—হালকা হলুদ, গাঢ় হলুদ, সোনালি কিংবা কমলা। কিন্তু কেন এই পার্থক্য? কুসুমের রঙ কি পুষ্টিগুণের ওপর কোনো প্রভাব ফেলে? চলুন জেনে নেওয়া যাক ডিমের কুসুমের রঙ কেন আলাদা আলাদা হয় এবং কোন রঙের কুসুমে পুষ্টি বেশি। 

বিজ্ঞাপন

458201306_962928922538849_6533615577956750562_n

কুসুমের রঙের তারতম্যের কারণ

বিজ্ঞাপন
  • ডিমের কুসুমের রং মুরগি বা হাঁসের খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে।
  • গমজাতীয় খাবার খেলে কুসুমের রং হয় হালকা হলুদ।
  • ভুট্টা ও সয়াজাতীয় খাবার খেলে কুসুম হয় গাঢ় হলুদ বা সোনালি।
  • প্রাকৃতিকভাবে চরে বেড়ানো হাঁস-মুরগি, যারা ঘাস, বীজ, আগাছা ও পোকামাকড় খায়, তাদের ডিমের কুসুম হয় উজ্জ্বল কমলা বা লালচে। কারণ, এসব খাবারে থাকা ক্যারোটিনই এ রঙের মূল কারণ।

464440083_973380011473541_2070863204618457569_n

পুষ্টিগুণের দিক থেকে সেরা কোনটি?
গাঢ় রঙের কুসুমে বিটা ক্যারোটিন বেশি থাকে, যা ভিটামিন ‘এ’-এর উৎস। ফলে কমলা বা লালচে কুসুমে ভিটামিন ‘এ’ বেশি থাকতে পারে। তবে ডিমের আকারও গুরুত্বপূর্ণ। ছোট ডিমের কুসুমে তুলনামূলক কম পুষ্টি থাকে, তাই পুষ্টির চাহিদা পূরণে একাধিক ছোট ডিম খেতে হবে।

বিজ্ঞাপন

Capture

কোন ডিম খাবেন?
বাণিজ্যিকভাবে উৎপাদিত ডিম বড় হলেও তা সব সময় স্বাস্থ্যকর নয়। কারণ, এসব মুরগিকে গ্রোথ হরমোন, রাসায়নিক এবং অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। তাই নিরাপদ ও পুষ্টিকর ডিমের জন্য খোলা জায়গায় চরে বেড়ানো মুরগি বা হাঁসের ডিম কেনাই ভালো। তবে নিশ্চিত হতে হবে যে কৃত্রিমভাবে কমলা বা লালচে রং আনতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি।

gdfgf

সুতরাং, ডিমের কুসুমের রং যত গাঢ়, ততই তা পুষ্টিকর—তবে কেবল তখনই, যখন তা প্রাকৃতিক উপায়ে হয়। তাই পরিচিত ও নির্ভরযোগ্য উৎস থেকে ডিম কেনাই সবচেয়ে নিরাপদ।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |