• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুধ-মুড়িতেই তৈরি হবে মজাদার পায়েস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৯
পায়েস
ছবি : সংগৃহীত

মুড়ির মত সহজপাচ্য খাবার আর দুটো নেই। ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করেন মুড়ি। অনেকেই আবার চটজলদি দুধ মুড়ি খেতেও বেশ পছন্দ করেন। তবে এবার পছন্দের দুধ মুড়ি দিয়েই বানিয়ে নিতে পারবেন সুস্বাদু পায়েস। শীতে পায়েস খেতে এমনিই ভালো লাগে। আর এভাবে পায়েস বানিয়ে দিলে কেউ ধরতেও পারবে না।

দেখে নিন কীভাবে বানিয়ে নেবেন এই পায়েস-

>>> এক লিটার দুধ চুলায় জ্বাল দিতে বসান। এর মধ্যে সামান্য পানি দিন। এবার দুধ ফুটিয়ে ঘন করতে থাকুন। দুধ ফুটে উঠলে একটু নেড়েচেড়ে নেবেন। দুধ ভালো করে ঘন হলে তখন একবাটি লম্বা মুড়ি দিন। তবে সরাসরি নয়।

>>> মুড়ি ছাঁকনিতে আগে ছেঁকে নিন। এবার ছাঁকনিতেই পানি দিয়ে ভালো করে মুড়ি ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মুড়ি শুকনো করে তার মধ্যে এক চামচ ঘি মাখিয়ে তা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে।

>>> অন্য একটা ফ্রাইং প্যানে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিতে হবে। দুটো এলাচ ভেঙে দিন। মুড়ি ৫ মিনিট ফুটিয়ে ভেজে রাখা কাজু-কিশমিশ মিশিয়ে দিন। এর মধ্যে ছোট একবাটি কোরানো নারকেল মিশিয়ে দিন।

>>> এবার ২ চামচ চিনি দিন এই পায়েসের মধ্যে। আরও ৫ মিনিট ফুটিয়ে ঘন করে চুলা বন্ধ করুন। এইভাবে মুড়ির পায়েস বানিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুধ দিয়ে গোসল করে ‘চাকরিতে ৩৫’ আন্দোলনের সমাপ্তি ঘোষণা
১৬ ডিসেম্বর ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আল্লাহ বাঁচিয়েছে, শান্তি পেলাম: দিঘী
আ.লীগের কার্যালয় ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পাহারা