ঈদের আগে ফ্রিজ পরিষ্কার রাখুন
ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এখনই অনেকে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন। সামনে ব্যস্ততা আরও বাড়বে। উৎসবের এ সময় ঘর সাজানোর পাশাপাশি ঘর পরিস্কারের দিকেও নজর দিতে হয়। মনে রাখা দরকার, এ সময় ঘরে থাকা ফ্রিজটিও পরিষ্কার কর জরুরি। ঈদের দিন বাহারি রান্নার আয়োজন করা হয়। কিছু খাওয়া হয়, কিছু তুলে রাখা হয় পরের দিনের জন্য। ফ্রিজ ঠিকমতো পরিষ্কার না থাকলে খাবারে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। অনেক সময়ে পুরোনো হয়ে যাওয়া খাবার থেকে দুর্গন্ধ ছড়াতে পারে।
সেজন্য কিছু পরামর্শ অনুসরণ করতে পারেন-
>> ফ্রিজ পরিষ্কারের আগে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন। ভেতরের বরফ বা আবহাওয়া স্বাভাবিক হতে দিন। দুই-তিন ঘণ্টা পর সংরক্ষিত খাদ্য বের করুন।
>> পরিষ্কারের জন্য পানিতে সামান্য ডিটারজেন্ট ভিজিয়ে নিন। তবে কখনই বেশি পানি দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে নেই।
>> ডিটারজেন্টের পানি দিয়ে ফ্রিজের কোনা পরিষ্কার করুন।
>> মাছ-মাংসের রক্ত জমে থাকলে তা আগে বের করুন। তারপর ডিটারজেন্টের পানি দিয়ে মুছুন।
>> খসখসে কাপড় দিয়ে ফ্রিজ পরিষ্কার করা অনুচিত।
>> ফ্রিজের কোণের রাবার দীর্ঘদিন পরিষ্কার না করায় আঠালো হয়ে যায়। সেটি পরিষ্কার করুন পানিতে বেকিং সোডা মিশিয়ে।
>> আপনার ফ্রিজে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা যদি থাকে তাহলে পানিতে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে তারপর মুছে নিন।
>> কাপড় দিয়ে ফ্রিজ মোছার পর টিস্যু দিয়ে তা মুছে শুকনো করার চেষ্টা করুন।
মন্তব্য করুন