• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেঘলা ওয়েদারেও ভিজে কাপড় দ্রুত শুকানোর টিপস

আরটিভি নিউজ

  ২৭ মে ২০২৪, ১৩:০৪
ছবি : সংগৃহীত

কয়েকদিনের তীব্র গরম শেষে শুরু হয়ে গেলো বৃষ্টি। একেতো ভ্যাপসা গরম ছিল, তার ওপর রেমাল রোষে চলছে বৃষ্টির তাণ্ডব। ফলে আর্দ্রতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। তীব্র গরমের পর যখন ঝুম বৃষ্টি হয়, তখন প্রশান্তির সঙ্গে সঙ্গে এরকম দিনে ভিজে জামাকাপড় শুকিয়ে তোলা গৃহিণীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই কিছু টিপস জানা থাকলে ভেজা কাপড় শুকিয়ে যাবে নিমিষেই।

জেনে নিন টিপসগুলো—

বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকানোর সবথেকে বড় শর্ত পরিস্কার করার পর ভালো করে নিংড়ে চিপে নেওয়া। পানি ভালো করে ঝরিয়ে নিলে জামাকাপড় শুকাতে সময় কম লাগবে।

বাড়িতে টেবিল ফ্যান থাকলে কাজে লাগান এরকম সময়ে। হ্যাঙারে ভেজা জামাকাপড় টাঙিয়ে টেবিল ফ্যানের সামনে রাখুন। ফ্যানের হাওয়ায় জামাকাপড় শুকিয়ে যাবে।

কুল সেটিং অপশনে রাখুন হেয়ার ড্রায়ারকে। তার পর জামাকাপড় থেকে ৬ ইঞ্চি দূরে রাখুন ড্রায়ার। তার পর জামাকাপড় শুকিয়ে নিন। তবে ওভারহিটিং করবেন না।

আধা শুকনো হয়ে এলে সেই জামাকাপড় ইস্ত্রি করে নিন। এতে একদিকে ভিজে জামাকাপড় শুকিয়ে যাবে। আবার কোনও দাগও পড়বে না।

তবে আয়রনিং বোর্ডের ওপর শুকনো তোয়ালে রাখুন। তার ওপর ভিজে জামাকাপড় রেখে সেটার ওপর আরও একটা তোয়ালে দিন। তারপর ইস্ত্রি করুন।

এবার এভাবে ইস্ত্রি করলে ভিজে জামাকাপড়ে সরাসরি আয়রনিং করতে হবে না। আবার আর্দ্রতাও শুষে নেবে।

বাড়িতে যদি ডিহিউমিডিফায়ার থাকে তাহলে ঘরের আর্দ্রতা কমিয়ে নিন। এতে সিলিং ফ্যানের বাতাসে জামাকাপড় শোকাতে সুবিধে হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে আরেকটি লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
বৃষ্টির বাগড়ায় আগেভাগেই প্রথম দিনের সমাপ্তি, হাঁফ ছেড়ে বাঁচলো উইন্ডিজও
আরশকে ‘নিমকহারাম’ উল্লেখ করে যা বললেন তানিয়া বৃষ্টি
নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস