• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মজাদার চিড়া ভাজা বানানোর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯
ছবি: সংগৃহীত

বৃষ্টির দিনে একটুখানি ভাজাভুজি না হলে কি আর চলে। বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন মজাদার চিড়া ভাজা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন মজাদার এই খাবারটি।

যা যা লাগবে—

চিড়া আধা কেজি

ভাজা বাদাম ১০০ গ্রাম

মিষ্টি জিরা ১ টেবিল চামচ

শর্ষে তেল ২ টেবিল চামচ

কাঁচা মরিচ সামান্য

লবণ আধা চা–চামচ।

যেভাবে বানাবেন:

তেলে মিষ্টি জিরা ভেজে নিন। সামান্য লবণ, মরিচ ও চিড়া ঢেলে দিয়ে কয়েক মিনিট মাঝারি আঁচে নাড়তে থাকুন। চিড়া ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। সঙ্গে ভাজা বাদাম দিয়ে দিন। তারপর বৃষ্টির দিনে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে নিন মচমচে মজাদার চিড়া ভাজা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়