• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বিয়ের আয়োজনে লাগবে না টাকা, কক্সবাজারে ফ্রি হানিমুন

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭
ফাইল ছবি।

সম্পূর্ণ বিনা খরচে বিয়ে আর হানিমুনের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। বর-কনের জন্য বিয়ের পোশাক, আনুষাঙ্গিক সবকিছু প্রদান করা হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনের অংশ হিসেবে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথিকে খাওয়ানোর ব্যবস্থা, সঙ্গে থাকবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও। শর্ত একটাই—বিয়েটি হবে যৌতুকবিহীন এবং নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে।

জানুয়ারি মাসের ১৮ তারিখ শনিবার বসবে এই বিয়ের আসর। তবে এজন্য আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে ১০ জানুয়ারির মধ্যে।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের এই ব্যবস্থাপনায় থাকছে ৭টি সুবিধা।

এগুলো হলো-

  • বিয়ের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না বরকনে বা তার পরিবারকে
  • বর কনের পোশাক দেবে সংস্থাটি
  • কনের সাজ, প্রসাধনী ও গয়নার ব্যবস্থাও হবে
  • প্রতি বিয়েতে ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থাও থাকবে
  • কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে সংস্থাটি
  • বিবাহ পরবর্তী আকর্ষণ হিসেবে আছে কক্সবাজারে হানিমুনের সুযোগ
  • বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে আছে ফ্রি কাউন্সিলিং সেবার ব্যবস্থা

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, যৌতুকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ও ন্যায্য দেনমোহর নির্ধারণ করে বিয়ের দিনই নারীর হক দেনমোহর শতভাগ আদায় করার জন্য উৎসাহিত করতে আমরা এই আয়োজন করেছি।

উল্লেখ্য, সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়