শীতে ভেজা কাপড় শুকাবেন যেভাবে
শীতকালে কুয়াশায় আচ্ছন্ন থাকে চারদিক। রোদের দেখা পাওয়া যায় না বললেই চলে। ফলে এ সময় কাপড় শুকানো বেশ মুশকিল হয়ে ওঠে। একে তো ঠান্ডার মৌসুম, অন্যদিকে ভারি ভারি পোশাক ধুয়ে শুকানো কষ্টকর হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই কাপড় সময়মতো না শুকানোর কারণে স্যাঁতসেঁতে হয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। তবে সহজ কিছু উপায়ে দ্রুত কাপড় শুকানো সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক শীতে ভেজা কাপড় শুকানোর কয়েকটি কার্যকর পদ্ধতি—
সঠিক সময়ে কাপড় ধোয়া
সকালবেলা কাপড় ধুয়ে নেড়ে দিতে হবে। এতে দিনের আলো ও বাতাসে শুকানোর সময় বেশি থাকে। বিকেলে বা রাতে কাপড় ধুয়ে শুকাতে দিলে সেগুলো না শুকিয়ে দুর্গন্ধ হয়ে যেতে পারে। তাই পর্যাপ্ত রোদে কাপড় শুকানো ভালো। এই পদ্ধতি অনুসরণ করলে শীতে সহজে কাপড় শুকানো সম্ভব হবে।
সূর্যের আলো ব্যবহার
শীতের কারণে যদি বাইরে সূর্যের আলো থাকে, তাহলে কাপড় এমন স্থানে রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে। সকালে বা দুপুরের দিকে রোদ থাকলে সেটি কাজে লাগাতে পারেন। কারণ সূর্যের অতিবেগুনি রশ্নি কাপড়ে থাকা ব্যাকটিরিয়া ও ফাঙ্গাস এবং জীবাণু ধ্বংস করে। তবে অবশ্যই অতিরিক্ত রোদে সংবেদনশীল কাপড় বেশি সময় ফেলে রাখা থেকে বিরত থাকবেন।
ঘরের ভেতরে শুকানো
যদি বাইরে রোদ না থাকে তাহলে কাপড় ভালো করে নিংড়ে নিন যাতে বাড়তি পানি বের হয়ে যায়। একটি শুকানোর স্ট্যান্ড বা দড়িতে কাপড় ঝুলিয়ে রুম হিটার বা ফ্যান চালিয়ে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে পারেন। এ ছাড়া আপনি যেখানে কাপড় শুকানোর জন্য দড়ি বা স্ট্যান্ড রেখেছেন, সেখানেও হিটার ব্যবহার করতে পারেন। এতেও খুবই সহজে কাপড় শুকানোর সমস্যার সমাধান হবে।
ওয়াশিং মেশিনের স্পিন মোড
যদি ওয়াশিং মেশিন থাকে, তবে স্পিন মোডে কাপড় আরও একবার নিংড়ে নিন। এতে বাড়তি পানি বের হয়ে কাপড় দ্রুত শুকাবে এবং ভেজাভাব থাকবে না।
হেয়ার ড্রায়ার বা ইস্ত্রি
শীতে খুব দ্রুত কাপড় শুকাতে চাইলে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। হালকা ভেজা কাপড় ইস্ত্রি করলেও দ্রুত শুকিয়ে যাবে। তবে সঠিক তাপমাত্রা ব্যবহার করুন যাতে কাপড়ের ক্ষতি না হয়। আমরা অনেকেই ভেজা চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকি। তবে এটি দিয়েও আপনি খুব সহজে আপনার ভেজা কাপড় শুকাতে পারেন। এটিও খুব কার্যকরী একটি পদ্ধতি।
ডিহিউমিডিফায়ার ব্যবহার
ডিহিউমিডিফায়ার এমন একটি যন্ত্র যা বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করে। শীতে ডিহিউমিডিফায়ার ব্যবহার করলে দ্রুত শুকাবে কাপড়। আর্দ্র পরিবেশে কাপড়ের ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ফাঙ্গাস দ্রুত বৃদ্ধি পায় এবং ডিহিউমিডিফায়ার ঘরের আর্দ্রতা কমিয়ে এই সমস্যা প্রতিরোধ করে।
খোলা জানালা বা বায়ুপ্রবাহ
শীতে জানালা খুলে রাখুন যাতে ঘরে বাতাস চলাচল করে। এতে শুকানোর সময় কমবে। এটি সাধারণত একটি ঘরের বায়ুপ্রবাহের জন্য ব্যবহৃত হয়। জানালা খোলা থাকলে বাইরের সতেজ বাতাস ঘরে প্রবেশ করে। শীতকালে জামাকাপড় ধুয়ে শুকানোর জন্য জানালাসহ ঘরে ছড়িয়ে দিতে পারেন। এতে কাপড় সহজেই শুকিয়ে যাবে। পাশপাশি বাতাসের সংস্পর্শে আসায় ভেজা কাপড়ের দুর্গন্ধও চলে যায়।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন