ঢাকা

ভালোবাসা দিবসে অফিসের পাশাপাশি সুন্দর মুহূর্ত কাটাতে পারেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৩৭ পিএম


loading/img
ছবি: ফ্রিপিক

আজ বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু নেই কোনো সরকারি ছুটি। ছুটি দেয় না করপোরেট সংস্থাও। ফলে দিনটি উদ্‌যাপন করতে বাচ্চাদের মতো ছুটি নিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ানোর সুযোগ নেই। 

বিজ্ঞাপন

image-16922-1727932450

ভালোবাসা দিবসে অফিসের কাজ থাকলেও সন্ধ্যাটা হতে পারে বিশেষ। সারাদিন কর্মব্যস্ততার পরেও বাড়ি ফিরে তৈরি করা যায় এক সুন্দর ও রোমান্টিক পরিবেশ। বাইরে বের হবার সময় না থাকলেও ঘরেই করা যায় ছোট্ট কিন্তু অর্থবহ আয়োজন।

বিজ্ঞাপন

কিভাবে উদযাপন করবেন?

image-286293-1723529413

রোমান্টিক ডিনার

বিজ্ঞাপন

  • রেস্টুরেন্টে ডিনার: যদি সময় থাকে, তাহলে কাছাকাছি কোনো রেস্টুরেন্টে গিয়ে ক্যান্ডেললাইট ডিনার উপভোগ করতে পারেন। কিছু রেস্টুরেন্ট বিশেষভাবে এ দিনটির জন্য সাজানো থাকে, যেখানে পাওয়া যায় বিশেষ মেনু ও পরিবেশ।
  • বাড়িতে বিশেষ ডিনার: বাইরে ডিনারের সুযোগ না থাকলে ঘরেই সাজিয়ে তুলতে পারেন এক রোমান্টিক ডিনার টেবিল। প্রিয়জনকে চমকে দিতে বিশেষভাবে সাজান খাবারের পরিবেশ।

কীভাবে সাজাবেন?

Capture

জায়গার পরিবর্তন
প্রতিদিনের খাবার টেবিল নয়, বরং ব্যালকনি বা ছাদে টেবিল সাজান। পরিবর্তনেই আসতে পারে নতুন অনুভূতি।

টেবিল ডেকোরেশন

458201306_962928922538849_6533615577956750562_n

  • টেবিল ক্লথ: একরঙা বা আপনারা দু’জন যেসব রঙ পছন্দ করেন, সেই রঙের টেবিল ক্লথ ব্যবহার করুন।
  • ফুলের ব্যবহার: ভালোবাসা দিবসে ফুলের গুরুত্ব অনস্বীকার্য। গোলাপ ছাড়াও অন্যান্য রঙের ও সুগন্ধি ফুল ব্যবহার করুন টেবিল সাজাতে।
  • আলো ও মোমবাতি: টেবিলের চারপাশে মৃদু আলো এবং মোমবাতি জ্বালিয়ে দিন। যদি সম্ভব হয়, রঙিন ওড়না ঝুলিয়ে তার সঙ্গে ছোট ছোট বাতি জুড়ে দিন।
  • মেনু কার্ড: খাবারের তালিকা হাতে লিখে একটি মেনু কার্ড তৈরি করুন। প্রিয়জনের জন্য একটি ছোট বার্তা লিখে তাতে রিবন বেঁধে দিতে পারেন।
  • ডিনার সেট: টেবিলের রঙের সঙ্গে মিলিয়ে নিন খাবারের প্লেট, গ্লাস ও কাঁটাচামচ।

hrfghdh

নিজের জন্যও বিশেষ প্রস্তুতি

image-19232-1737611193
প্রতিদিনের ঘরোয়া পোশাকের বদলে বিশেষ কোনো পোশাক পরুন, যা আপনাকে আরেকটু আকর্ষণীয় করে তুলবে। এতে মুহূর্তগুলো আরও রোমান্টিক হয়ে উঠবে।

প্রতিদিনের ব্যস্ততার মাঝেও ভালোবাসা উদযাপনের সুযোগ হাতছাড়া করবেন না। একটু মনোযোগ ও সৃজনশীলতায় ঘরেই কাটাতে পারেন এক অসাধারণ ভালোবাসার সন্ধ্যা।

আরটিভি/জেএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |