• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সাকিব-শিশির উদ্বোধন করলেন নাবিলা’র নতুন শাখা

লাইফস্টাইল ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:৫০

রাজধানীর গুলশান অ্যাভনিউতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর তার স্ত্রী উম্মে আহমেদ শিশির উদ্বোধন করলেন নাবিলা বুটিকসের নতুন শাখা। একই দিন উন্মোচন করা হয় বাংলাদেশী ঐতিহ্যের ধারক জামদানি, রাজশাহী সিল্ক ও মসলিন দিয়ে নাবিলার হেড ডিজাইনার শামীমা নবীর বিশেষ ডিজাইনার কালেকশন ‘শামীমা নবী হেরিটেজ কালেকশন’। ফ্যাশন ব্রান্ডটি আগামী এক বছরের জন্য শিশিরকে নাবিলা’র ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাবিলা’র সিইও ও হেড ডিজাইনার শামীমা নবী, ক্রিয়েটিভ ডিরেক্টর ও ডিজাইনার নাবিলা নবীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, নাবিলা হেরিটেজ কালেকশন নামে দেশীয় ঐতিহ্যবাহী কাপড় দিয়ে আন্তর্জাতিক মানের পোশাক তৈরীর যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর শিশির নাবিলা’র পোশাককে দেশী ও আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৭ সালে নাবিলার যাত্রা শুরু। বর্তমানে উত্তরা, গুলশান ও ধানমন্ডি এবং গুলশানের নতুন শাখাটি নিয়ে তিনটি শোরুম আছে প্রতিষ্ঠানটির। শুধু বাংলাদেশ নয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকাতেও নাবিলার পোশাক বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন:

কেএইচ/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনসার্টে নেচে তুমুল সমালোচনায় জেফার, ভিডিও ভাইরাল
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির মতো ঝরছে শিশির
বৃষ্টির মতো ঝরছে শিশির, জনজীবনে স্থবিরতা
বিচারিক আদালতের বিচার অবৈধ বলেছেন হাইকোর্ট: শিশির মনির