• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আজ ঢাকায় কোথায় কী হচ্ছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৩

ছুটির দিনে ঘরে বসে ভাবছেন দিনটি কিভাবে কাটাবেন? আজকের দিনে ঢাকায় রয়েছে নানা আয়োজন। ঘর হতে বের হয়েই দেখুন- মনের আনন্দে ঘুরে বেড়ানোর পাশাপাশি জীবনের অভিজ্ঞতায় যুক্ত হতে পারে নান্দনিক কিছু, যা আপনার শিল্প-মনকে রাঙিয়ে দেবে। আজ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি রাজধানীতে রয়েছে নানা আয়োজন। অমর একুশে গ্রন্থমেলায় গিয়ে যেমন বইয়ের সঙ্গে কাটাতে পারেন কিছু সময়, আবার জাতীয় নাট্যশালায় নাটক দেখেও কাটাতে পারেন ছুটির দিনের সন্ধ্যাটা। ছুটির দিনের ঢাকা নিয়েই সাজানো হয়েছে এই আয়োজন।

অমর একুশে বইমেলা।

আয়োজক: বাংলা একাডেমি।

আয়োজনের স্থান: বাংলা একাডেমি চত্ত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান।

সময়: সকাল ১১টা থেকে রাত ৯টা।

সোলো আর্ট এক্সিবিশিন।

শিল্পী: কারু তিতাস।

আয়োজনের স্থান: শিল্পজ্ঞান গ্যালারি, বাসা-৭, রোড-১৩(নতুন), ধানমন্ডি।

সময়: বিকাল তিনটা থেকে রাত আটটা।

সাবটেক্সট।

আয়োজক: বেঙ্গল ফাউন্ডেশন।

আয়োজনের স্থান: জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠ।

সময়: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা।

সোলো পেইন্টিং এন্ড ক্রাফট এক্সিবিশিন ‘বিউটিফুল অ্যাংগার’।

শিল্পী: রুবিনা আক্তার।

আয়োজনের স্থান: গ্যালারি টুয়েন্টি ওয়ান।

সময়: সকাল ১২ টা থেকে রাত ৮ টা।

আন্তর্জাতিক সুফি ফেস্ট ২০১৮।

আয়োজক: শিল্পকলা একাডেমি।

আয়োজনের স্থান: নন্দন মঞ্চ।

সময়: বিকাল তিনটা থেকে রাত ১০টা।

জাতীয় নাট্যশালায় তিন নাটক।

মূল মিলনায়তন: পদাতিক নাট্য সংসদের নাটক ‘গুনজান বিবির পালা’।

পরীক্ষণ হল: নাট্যধারার নতুন নাটক ‘চার্লি’ (উদ্বোধনী মঞ্চায়ন)।

স্টুডিও হল: আগন্তুক রেপার্টরির নাটক ‘অন্ধকারে মিথেন’।

সময়: সন্ধ্যা ৭টা

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম।

আয়োজক: কোয়ান্টাম ফাউন্ডেশন।

আয়োজনের স্থান: জাতীয় প্রেস ক্লাব।

সময়: সকাল ১০টা।

ডিবেট ফর ডেমক্রেসি : নবম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

আয়োজনের স্থান: এফডিসি, তেজগাঁও।

সময়: সকাল ১০টা।

দিয়াড় : দ্বিতীয় জাতীয় গম্ভীরা উৎসব।

আয়োজনের স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বকুলতলায়।

সময়: বিকাল ৫টা।

কেএইচ/পিআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের মধ্যে ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির আভাস
সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর'
ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা আপাতত চলবে