• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

যে অদ্ভুত লক্ষণগুলো ভয়াবহ রোগের ইঙ্গিত (শেষ পর্ব)

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৮, ১৯:৩৯

প্রায় দেখা যায় আপনার শরীরের কোনও অংশ অস্বাভাবিকভাবে ফুলে আছে কিংবা কোথাও লালচে হয়ে আছে। সাধারণত এগুলো তেমন বড় কোনও ব্যাপার নয়। তবে এই ব্যাপারগুলো অবহেলাও করা যাবে না। এগুলো বড় কোনও রোগের পূর্বলক্ষণ হলেও হতে পারে। এই লক্ষণগুলো নিয়ে আরটিভি অনলাইনের তিন পর্বের লেখার শেষ পর্ব থাকলো আজ।

অতিরিক্ত পা চুলকানি

আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন এবং আপনার পা অতিরিক্ত চুলকায় তাহলে আপনার গর্ভকালীন হওয়া কোলেস্টাসিস নামক এক ধরনের লিভার রোগে আক্রান্ত হতে পারেন। বিরল এ রোগের লক্ষণ দেখা গেলে ডাক্তারের শরণাপন্ন হতে দেরি করবেন না।

অস্বস্তি লাগা

হঠাৎ করে শারীরিক ও মানসিকভাবে তীব্র অস্বস্তি লাগলে আপনার কিছুক্ষণ পরই হতে পারে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের সময় সব নারী বুক ব্যথায় ভোগেন না। তাই নারীদের এইরকম অনুভূতি হলে সঙ্গে সঙ্গে সচেতন হোন বা নিকটাত্মীয় কাউকে জানান।

এক কান দিয়ে কম শুনলে

এক কান দিয়ে হঠাৎ কম শুনলে আপনার কানে ‘অ্যাকুস্টিক নিউরোমা’ নামক টিউমার হতে পারে। তবে এই টিউমার থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই।

আপনার ভ্রু চিকন হতে থাকলে

ভ্রু হঠাৎ করে চিকন হতে শুরু করলে আপনি থাইরয়েড সমস্যায় আক্রান্ত হতে পারেন।

সহজেই কাটাছেঁড়ার অভ্যাস

এই লক্ষণটি থাকলে আপনার লিউকেমিয়া হওয়ার আশঙ্কা থাকতে পারে।

গন্ধ নেয়ার ক্ষমতা কমে গেলে

যদি আপনার গন্ধ নেয়ার ক্ষমতা কমে যায় তাহলে আপনার অদূর ভবিষ্যতে আলঝেইমার্স রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে।

প্রচণ্ড ঘামলে

যদি আপনার হাত এবং বগল অত্যধিক ঘেমে যায় তাহলে আপনি হাইপারহাইড্রোসিসে আক্রান্ত হতে পারেন।

হঠাৎ নখে কালো ছোপ পড়লে

স্কিন ক্যানসারের লক্ষণ সবার আগে প্রকাশ পায় ত্বকে। তবে ‘আক্রাল লেনটিজিনাস মেলানোমা’ নামক একটি বিরল ধরনের স্কিন ক্যানসারের লক্ষণ প্রকাশ পায় নখে। নখের ভেতরের অংশটি কালো হয়ে যায় কোনও কারণ ছাড়াই। নখে কোনও ধরনের দাগ দেখা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

আরও পড়ুন :

সূত্র: রিডার্স ডাইজেস্ট

কেএইচ/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতের পোশাকের যত্ন নেওয়ার টিপস
মিরপুরে অনুশীলন শুরু তামিমের, দলে ফেরার ইঙ্গিত
উৎসবে সহজে ঘর সাজানোর টিপস
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে যা বললেন অহনা