• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

যে প্রাকৃতিক উপাদানগুলো ত্বককে রাখবে মসৃণ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ জানুয়ারি ২০১৯, ১৬:০১

ত্বকের যত্নের জন্য বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পণ্য।ভিন্ন ভিন্ন মানের এবং ভিন্ন ভিন্ন দামের কেমিক্যালযুক্ত এই পণ্যগুলো সাময়িকভাবে ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল রাখলেও পরবর্তীতে এর প্রভাব দেখা যায়।

কিন্তু আমাদের আশেপাশে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা ব্যবহারে ত্বক থাকবে ফ্রেশ ও মসৃণ। এগুলো বিদেশি পণ্যের তুলনায় যেমন দামে সস্তা, ঠিক তেমনিই ত্বকের জন্য ভালো।

  • নারিকেল তেল: সহজেই আমাদের হাতের নাগালে পাওয়া যায়, এই গুণসম্পন্ন উপাদানটি শুধু চুলের যত্নের জন্য নয়, এমনকি আমাদের ত্বকের জন্যও খুবই উপকারী। নারিকেল তেলের মধ্যে থাকে এন্টিব্যাকটেরিয়াল উপাদান যা রোদের পোড়া দাগ এবং মুখে ভাজ পড়া রোধ করে। এছাড়া মেকআপ রিমুভার হিসেবেও নারিকেল তেল ব্যাবহার করা যায়।
  • অ্যাপেল সিডার ভিনেগার: অ্যাপেল সিডার ভিনেগারে রয়েছে কিছু চমৎকার ব্যবহার যা আপনার মুখের দাগ, ত্বকের ভাজ এমনকি অ্যাকনি থেকে মুক্ত রাখবে।
  • অ্যালোভেরা বা ঘৃতকুমারী: ত্বকের যত্নে অ্যালোভেরার কোনো তুলনা হয় না। বারান্দায় কিংবা বাগানে লাগানো যায় এই গাছ। আর বাজারেও বিক্রি হয় এই পাতার। ব্রণ, অ্যাকনি কিংবা যেকোনো দাগ দূর করে অ্যালোভেরা। অ্যালোভেরা পাতার ভেতর থেকে জেল বের করে তার মধ্যে গোলাপজল মিশিয়ে ব্যবহার করলে আপনার ত্বক থাকে উজ্জ্বল ও মসৃণ।
  • গোলাপজল: মার্কেটে বিভিন্ন ধরনের গোলাপজল পাওয়া যায়। কিন্তু সব থেকে ভালো যদি এই গোলাপজল ঘরে তৈরি হয়। একটি পাত্রে ৩ কাপ পানি এবং গোলাপের পাপড়ি দিয়ে ফুটিয়ে নিন। পানি ভালভাবে ফুটে উঠলে ঠাণ্ডা করে একটি বোতলে সংরক্ষণ করুন। টোনার, ফেসপ্যাক কিংবা শুধু মুখ ধোয়ার জন্য এই জল ব্যবহার করতে পারেন।
  • শসা: আমাদের ত্বকের যত্নের জন্য শসা খুবই উপকারী। গরমের দিনে ত্বকে অনেক ময়লা জমে যায়। তাই বাইরে থেকে ঘরে ফিরে শসা মুখে ঘষলে উঠে যাবে সব ময়লা।

​আরো পড়ুন :

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতে ত্বকের যত্নে টোনার, সিরাম ও ময়েশ্চারাইজারের প্রয়োজনীয়তা
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক