• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

যেভাবে কমাবেন তরকারির অতিরিক্ত ঝাল ও হলুদ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০১৯, ১৭:০০

তরকারিতে হঠাৎ করে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে মরিচ বা হলুদের গুঁড়া পড়ে যেতেই পারে। এতে চিন্তার কিছু নেই। কয়েকটি পদ্ধতি জেনে রাখলেই তরকারিতে বেশি পড়ে যাওয়া হলুদ ও মরিচের পরিমাণ কমানো যাবে। কীভাবে বাড়তি হলুদ ও মরিচের পরিমাণ কমাবেন দেখে নিন-

  • সবজির তরকারি হলে পেঁয়াজ কুচি দিতে পারেন। পাশাপাশি অন্যান্য সবজিও দেয়া যায় একটু বেশি পরিমাণে।
  • কয়েক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিন তরকারিতে।
  • সয়াসস দিন। কমবে বাড়তি ঝাল ও হলুদ।
  • ঝোলের তরকারি হলে কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিতে পারেন।
  • কয়েকটি বাদাম একসঙ্গে বেটে দিয়ে দিন তরকারিতে।
  • তরল দুধ দিলেও কমে হলুদ ও ঝাল।
  • টক দই ছেঁকে দিয়ে দিন। তরকারির পরিমাণ ও স্বাদের ওপর নির্ভর করছে কতোটুকু দই দেবেন।
  • কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন ঝাল ও হলুদের পরিমাণ সহনীয় পর্যায়ে আনার জন্য।

এছাড়া মাছ অথবা মাংসের তরকারিতে মরিচ অথবা হলুদ বেশি পড়ে গেলে সঙ্গে সঙ্গে খানিকটা পানি ঢেলে দিন। পাতলা ঝোলে মাছ ও মাংসের টুকরা ধুয়ে উঠিয়ে নিন। আস্ত কাঁচামরিচ থাকলে সেটাও উঠিয়ে ফেলবেন যেন অতিরিক্ত ঝাল হতে না পারে তরকারি।

কয়েক টুকরা আলু দিয়ে দিন ঝোলে। ঢাকনা দিয়ে ঢেকে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আলু সেদ্ধ হয়ে গেলে তারপর দিন মাছ কিংবা মাংস।

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
‘সাকিব ছাড়া বিপিএল লবণ ছাড়া তরকারির সমান’
নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের