• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইলিশ কাবাব রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

ইলিশ কাবাব খেতে চাইলে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন বাসায়। এছাড়া অতিথি আপ্যায়নে এই খাবার বেশ উপযোগী। দেখে নিন কীভাবে ইলিশ কাবাব তৈরি করবেন-

উপকরণ

ইলিশ মাছ- ১২০০ গ্রাম, লবণ ও হলুদ- প্রয়োজনমতো, শুকনা মরিচ- কয়েকটি, আলু- ১টি (সেদ্ধ), তেল- ৪ টেবিল চামচ, কাঁচামরিচ- ২টি, বড় পেঁয়াজ- ১টি (কুচি), লেবুর রস- সামান্য, ব্রেড ক্রাম্ব- সাজানোর জন্য।

প্রস্তুত প্রণালি

ইলিশের মাছ টুকরা করে পেটির অংশ সরিয়ে ফেলুন। পিঠের অংশ ও লেজ ও মাথা দিয়ে তৈরি করতে হবে ইলিশের কাবাব। মাছের মাথার ভেতরের ফুলকো ফেলে পরিষ্কার করে নিন।। লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাছ মেখে রাখুন। ইলিশের পিঠের অংশ আলাদা করে অল্প পানিতে সেদ্ধ করে নিন।

এমনভাবে পানি দেবেন যেন সেদ্ধ হওয়ার পর অতিরিক্ত পানি না থাকে। লবণ, হলুদ ও পানি দিয়ে সেদ্ধ করুন মাছের টুকরা। বেশ খানিকটা তেল দেখবেন উঠে গেছে। এটি ইলিশের তেল। লেজ আর মাথা আলাদা করে মচমচে করে ভাজতে হবে। একই সঙ্গে ভেজে নিন শুকনা মরিচও।

সেদ্ধ করা ইলিশের টুকরা থেকে সাবধানে কাঁটা বেছে নিন। একটি প্লেটে ভাজা শুকনা মরিচ ডলে গুঁড়া করে নিন। ইলিশের তেল ও সামান্য লবণ দিন। সবকিছু একসঙ্গে মেখে বেছে রাখা মাছ দিয়ে দিন। ছোট একটি আলু একটু শক্ত করে সেদ্ধ করে দিয়ে দিন মিশ্রণে। এতে কাবাব একসঙ্গে থাকবে।

চুলায় মিডিয়াম আঁচে প্যান গরম করে তেল দিয়ে দিন। তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ভেজে নিন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে গেলে আলু ও ইলিশের মিশ্রণ দিয়ে মিনিট দুয়েক নেড়ে নিন। মাছ ঝুরা ঝুরা হয়ে গেলে লেবুর রস দিয়ে নেড়ে নামিয়ে ঠাণ্ডা করুন মিশ্রণ।

প্লেটে বা কলাপাতায় পরিবেশন করতে পারেন গোটা ইলিশের কাবাব। মাছ ও লেজ আগে বসিয়ে নিন। মাঝখানে ইলিশের মিশ্রণ দিয়ে দিন। মাছের আকৃতি করে সাজান। চামচ দিয়ে চেপে ওপরের অংশ সমান করে নিন। উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন পদ্ধতিতে বহুদিন সংরক্ষণ করে রাখা যাবে কাঁচা মাংস
ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা
এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৩০০ টাকায়
চাঁদপুরে সরগরম ইলিশের আড়ত