ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভালোবাসা দিবসে এই উপহার দিলে প্রেম শেষ!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ , ০৭:৩২ পিএম


loading/img

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই ভালোবাসা দিবস। শেষ মুহূর্তে এসে হয়তো প্রস্তুতি সেরে নিচ্ছেন সবাই। কিন্তু প্রস্তুতির সময় অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখুন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, এসব বিষয়ে সতর্ক না থাকলে আপনার প্রেমটাই শেষ হয়ে যেতে পারে এই ভালোবাসা দিবসে-

বিজ্ঞাপন

  • বিশেষ মানুষটিকে দারুণ একটা চকলেটের বক্স দিলেন, কিন্তু তাতে কোনও চকলেট নেই। এ ভুল কিন্তু একেবারেই মেনে নেবে না আপনার প্রেমিকা। সোজা ওইদিনই বিচ্ছেদ।
  • প্রেমিকা বা প্রেমিকের দারুণ জুতার শখ। তবে ভুলেও এদিন জুতা উপহার দেবেন না। এই দিনটায় বরং তাকে একটু সময় দেয়ার চেষ্টা করুন।
  • বন্ধুরা সবাই মিলে ভালোবাসা দিবস নিয়ে কোনও একটা পরিকল্পনা করছেন, তারপর বিশেষ মানুষটিকে সেই কথা জানালেন। ভুলেও এমনটা করবেন না। এই একটা দিন শুধু দুজনের জন্য রাখার চেষ্টা করুন।
  • আপনি এবং আপনার মনের মানুষ, দুজনই ব্যস্ত। তাই না জানিয়ে ছুটি কাটানোর জন্য বিশেষ বেড়ানোর পরিকল্পনা করা থেকে বিরত থাকুন। দেখা গেলো চাকরি থেকে প্রিয় মানুষটি ছুটি পেলেন না। এ কারণে ঘুরতে যেতে না পেরে আপনার ওপর রেগে যেতে পারে। বুঝতে পারছেন তখন কী হবে?
  • পছন্দের মানুষটির রুচিবোধ সম্পর্কে না জেনে কোনও রকম গয়না বা জাঙ্ক জুয়েলারি না কেনাই ভালো।
  • যুক্তরাষ্ট্রে অনেকেই নাকি প্রেমিক প্রেমিকাকে রাগিয়ে দিতে টয়লেট সিট উপহার দেন। আপনি কিন্তু এটা ভুলেও করবেন না। তাহলে অবধারিত বিচ্ছেদ!
  • আমেরিকায় একবার একজন বান্ধবীকে ‘ফিউনারেল বক্স’ উপহার দিয়েছিলেন। যাতে মৃত্যুর পর সমাধিটা কতটা সুন্দর হবে, তা তিনি দেখে যেতে পারেন। আসলে প্রেমিকাকে আমৃত্যু ভালোবাসবেন এমনটাই বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ফল কী হয়েছিল নিজেই বুঝে নিন।

ডি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |