ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম পানি পানের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৫ মার্চ ২০১৯ , ০৬:০১ পিএম


loading/img
ছবি: ইন্টারনেট

সকালে উঠে গরম পানি পানের কথা হয়তো অনেকবার শুনেছেন। কিন্তু জানেন কি, রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি কতটা উপকারী হতে পারে?

বিজ্ঞাপন

উদ্বেগ প্রচলিত একটি সমস্যা। আমরা সবাই কম-বেশি উদ্বেগে ভুগে থাকি বিভিন্ন সময়ে। কারও কারও ক্ষেত্রে এটা এতোটাই বেড়ে যায় যে তা অবসাদের আকার ধারণ করে।

একটি গবেষণার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শরীরে পানির পরিমাণ কমে গেলে স্ট্রেস লেভেল বেড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় স্লিপ সাইকেল। তাই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি পানের চেষ্টা করুন।

বিজ্ঞাপন

গরম পানি শরীরের তাপ বাড়াতে সাহায্য করে। এর ফলে শরীরে রক্ত চলাচল বাড়ে এবং ঘামের মাধ্যমে বেরিয়ে যায় জমে থাকা টক্সিন। এছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি হজম শক্তি ভালো করে। খাবার দ্রুত হজম করতে সাহায্য করে কুসুম গরম পানি।

ডি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |