• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

চিনিতে পিঁপড়া আসবে না এই কাজগুলো করলে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০১৯, ১৭:২৮
সংগৃহীত ছবি

চিনিতে পিঁপড়া আসার বিষয়টি খুবই স্বাভাবিক হলেও এটা বেশ বিরক্তিকর। এর কারণে আমাদের বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। দেখে নিন এই বিড়ম্বনা থেকে বাঁচতে কী করবেন-

  • কোনোভাবেই পিঁপড়া দূর করতে পারছেন না? চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। পিঁপড়া আসবে না।
  • চিনি বা খাবারের গন্ধ যেমন পিঁপড়াকে আকৃষ্ট করে, তেমনি কিছু গন্ধ এমনও রয়েছে যেগুলি পিঁপড়া মোটেই সহ্য করতে পারে না। যেমন লেবুর খোসা। এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২-৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ের দল।
  • চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। ৪-৫ দিন পরপর সেটি বদলে ফেলুন। পিঁপড়া আসবে না।
  • দারুচিনির গন্ধ পিঁপড়া মোটেই সহ্য করতে পারে না। তাই মাঝারি মাপের দুই একটা দারুচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন।

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিতে কমিটি
দাবি আদায়ে সড়ক অবরোধ না করে খোলা মাঠে সভার পরামর্শ ডিএমপি কমিশনারের 
এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
প্রধান উপদেষ্টাকে নির্বাচন দিয়ে সসম্মানে ঘরে ফেরার পরামর্শ দুদুর