• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কাপড়ে লাগা বিভিন্ন দাগ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০১৯, ১৭:১৩
সংগৃহীত ছবি

আমাদের কাপড়ে বিভিন্ন সময় বিভিন্ন দাগ লাগে। এই দাগ দূর করতে হিমশিম খান অনেকেই। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে এটা মোটেও কঠিন কিছু হবে না। দেখে নিন কাপড়ে লাগা বিভিন্ন দাগ দূর করবেন যেভাবে-

  • সাদা কাপড়ে কলমের কালির দাগ লাগাটা স্বাভাবিক একটি বিষয়। এ ধরনের দাগ দূর করতে নিচে একটি কাপড় বিছিয়ে নিন। দাগের উপর গ্লাস ক্লিনার স্প্রে করুন এবং কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলুন।
  • কফির দাগ দূর করতে দাগের ওপর ভিনেগার দিয়ে রেখে দিন কিছুক্ষণ। সাধারণভাবে ধুয়ে ফেলুন। দাগ দূর হয়ে যাবে।
  • কাপড় থেকে ঘামের দাগ দূর করতে অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের ওপর ঘষুন। কিছুক্ষণ পর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
  • সাদা কাপড় থেকে লিপস্টিকের দাগ দূর করতে হেয়ার স্প্রে ছিটিয়ে দিন ওপরে। আরেকটি নরম কাপড় দিয়ে ঘষুন। উঠে যাবে দাগ। এছাড়া নেইল পলিস রিমুভার দিয়েও দাগ ওঠাতে পারেন।
  • কাপড় থেকে সসের দাগ দূর করতে দাগের ওপর বেকিং সোডা ছিটিয়ে দিন। ওপরে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ভিনেগার ও ব্রাশের সাহায্যে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।

ডি/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে যে তিন পরামর্শ দিলো অ্যাপল
মাহফিলের ব্যবস্থাপনা নিয়ে যে পরামর্শ দিলেন আজহারী
৬ ধরনের রোগীকে বিশেষ সতর্কতার পরামর্শ
জাকসু নির্বাচনের তফসিল ১ ফেব্রুয়ারি, প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চাইলেন উপাচার্য