দিন শুরু হোক ডিম ও ব্রকলি দিয়ে
ডাক্তাররা সব সময়ই প্রচুর প্রোটিন দিয়ে আমাদের দিন শুরু করার পরামর্শ দেন। এটি আমাদের পাকস্থলীতে পরিপূর্ণতার অনুভূতি তৈরি করে যে কারণে আমাদের ওজন হ্রাস হয়।
ডিম হলো আমাদের নাস্তার ম্যানুতে সবচেয়ে জনপ্রিয় খাবার। প্রায় প্রতিটি ঘরেই নাস্তার সময় ডিম থাকতে দেখা যায়। ডিমে রয়েছে প্রচুর প্রোটিন, এছারাও এতে রয়েছে পটাসিয়াম, ম্যাগ্নেসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, বি ৬, বি ১২, এবং ডি । তাছাড়া ডিম দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করা যায়। যা অনেক সুস্বাদু এবং পুষ্টিকর।
ডিমের পাশাপাশি ব্রকলিতেও রয়েছে উচ্চ মাত্রায় প্রোটিন। এছারাও রয়েছে ভিটামিন সি।
এতো গেলো ডিম এবং ব্রকলির পুষ্টি এবং ভিটামিনের তথ্য । চলুন এবার যেনে আসি ব্রকলি এবং ডিম দিয়ে চমৎকার একটি রেসেপি-
উপকরণঃ
১। ৫টি ডিম
২। ১টি ব্রকলি
৩। ২পিস পাউরুটি
৪। ১চা চামচ অলিভ অয়েল
৫। ১চা চামচ মাখন
৬। লবন এবং কালো মরিচের গুড়ো
৭। কেচাপ
---------------------------------------------------------------
আরো পড়ুন: উপকারী ফল কমলালেবু
---------------------------------------------------------------
প্রস্তুত প্রনালিঃ
প্রথমেই ডিমগুলোকে একটি বাটিতে ভেঙে নিতে হবে। একটি নন স্টিক প্যানে অলিভ অয়েল এবং মাখন ঢেলে নিতে হবে। এরপর প্যানে থাকা তেল গরম হলে বাটিতে থাকা ডিমের মধ্যে অর্ধেক ডিম প্যানে ঢেলে দিতে হবে। এরপর ডিমের উপর ব্রকলি পিস পিস করে কেটে দিতে হবে। ডিম এবং ব্রকলি গুলোকে একটু ভেজে নিতে হবে। ভাজা হলে বাটিতে থাকা বাকি ডিম গুলো ব্রকলির উপর ঢেলে দিতে হবে। এর সাথে লবন এবং কালো মরিচের গুড়ো ছিটিয়ে দিতে হবে। বেশি করে নারা দিতে হবে যাতে করে ডিম গুলো প্যানে লেগে না যায়। কিছুক্ষণ পর আর একটু তেল দিতে হবে। ডিমগুলো ২মিনিট পর একটি পাত্রে তুলে ফেলুন। পাউরুটিগুলোকে টোস্টারে দিয়ে দিন। হালকা বাদামি রঙ হয়ে বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি প্লেটে পাউরুটিতে কেচাপ নিয়ে তার উপর পাত্রে থাকা ডিমগুলোকে কেটে গরম গরম পরিবেশন করুন।
প্রোটিন সমৃদ্ধ এই খাবার প্রস্তুত করে এটিকে নাস্তা হিসেবে গ্রহন করুন এবং এনার্জির সাথে দিন শুরু করুন।
এমকে
মন্তব্য করুন