• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মজাদার মাংসের পিঠালি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩
মজাদার মাংসের পিঠালি
মাংসের পিঠালি

যারা ঝাল খেতে পছন্দ করেন, তাদের বেশ প্রিয় একটি খাবার মজাদার মাংসের পিঠালি। মাংস, বিভিন্ন রকম মশলা আর অল্প চালের গুঁড়া দিয়ে তৈরি এই খাবারটি খেতে খুবই সুস্বাদু।

তাহলে দেখে নিন মাংসের পিঠালি রেসিপিটি-

যা দিয়ে তৈরী করবেন
এক কেজি গরুর গোশত, ছিলে নেয়া ছোট আলু ১০-১২টা, এক টেবিল-চামচ রসুন বাটা (বেশি দিলেও সমস্যা নেই), এক টেবিল-চামচ আদা বাটা, কিছু গরমমসলা (এলাচ, দারচিনি), চার চা-চামচ মরিচগুঁড়া (ঝাল অনেক বেশি দিতে হয়), এক চা-চামচ হলুদ, এককাপ পেঁয়াজকুচি বা বাটা, এক চিমটি জিরাগুঁড়া, এক মুঠো কাঁচা মরিচ, লবণ (স্বাদমতো), পরিমাণমতো তেল ও পানি, কালোজিরা আধা চা-চামচ, চালের গুঁড়া ২ টেবিল-চামচ।

যেভাবে তৈরী করা যায়
আধাকাপ পেঁয়াজ, কালোজিরা, আলু ও চালেরগুঁড়া ছাড়া সব মসলা দিয়ে মাংস মাখিয়ে চুলায় দিন। মাংস কষানো হয়ে গেলে গরম পানি ও আলু দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে তাতে চালের গুঁড়া পানিতে গুলিয়ে ছেড়ে দিন।
এরপর মাংস ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করে তাতে কালোজিরার ফোড়ন দিন। তারপর এই ফোড়ন মাংসের উপর ঢেলে দিয়ে নামিয়ে নিন। ভীষণ ঝাল এই মাংস গরম ভাত দিয়ে পরিবেশন করুন।

আরো পড়ুন

এস/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলকপির পরোটার সহজ রেসিপি
তিন পদ্ধতিতে বহুদিন সংরক্ষণ করে রাখা যাবে কাঁচা মাংস
ঘরোয়াভাবে সহজেই রসমালাই তৈরির রেসিপি
‘এই নাবিলা কিন্তু পুরোই ডিফরেন্ট!’