• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

মাড়ি থেকে রক্ত পড়া বড় কোনো রোগের কারণ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩
মাড়ি থেকে রক্ত পড়া বড় কোনও রোগের কারণ
ফাইল ছবি

মাড়ি থেকে রক্তপাত হওয়া অনেকেই এই অসুখের সঙ্গে পরিচিত। এই সমস্যায় কমবেশি অনেকেই পড়েন। খুব সামান্য খোঁচা লাগলে অথবা অকারণেই মাড়ি থেকে রক্ত পড়ে অনেকেরই। কিন্তু কেন হয় এই রোগ, জানেন না অনেকেই। কেবল একটা আবছা ধারণা আছে, দাঁতের জোর বা মাড়ির জোর আলাদা হয়ে গেলে বা সেখানকার পেশী আঘাতপ্রাপ্ত হলে বুঝি এমনটা হয়! কিন্তু জানেন কি, এই সাধারণ রোগটিও ডেকে আনতে পারে হৃদরোগ, ডায়বেটিস বা ফুসফুসের মতো বড় কোনো অসুখ। এমনটাই বলছেন আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ডেন্টাল অ্যান্ড ক্রানিওফেসিয়াল রিসার্চের গবেষকরা। এই অসুখের কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখতে বলছেন তারা।

জেনে নিন কেন রক্তপাত হয় মাড়ি থেকে

প্লাক নামক এক ধরনের জীবাণুর প্রভাবে এই সমস্যা হতে পারে।

মাড়ির টিস্যুর স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে ধূপমান। কাজেই ধূমপায়ীদের এই সমস্যা হয়।

গর্ভবতী মায়েরা হরমোনের ওঠানামার কারণে এই রোগের শিকার হন।

ভিটামিন ‘সি’ ও পানির অভাব মাড়ির সমস্যা তৈরি করে।

অনেকে বংশগতভাবে এই রোগের শিকার হন।

গ্রিন টি মাড়ির জীবাণু তাড়াতে সক্ষম।

চিকিৎসকদের মতে, কয়েকটি ঘরোয়া পদ্ধতিতেই রুখে দেয়া যায় এই রোগের হানা। তেমনই কিছু সমাধান দেয়া হলো—

প্রতিদিন গরম পানি লবণ মিশিয়ে তিনবার কুলকুচি করলে সাময়িক উপশম পাওয়া যায়।

ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘কে’ সমৃদ্ধ খাবার রাখুন প্রতিদিনের ডায়েটে।

সামান্য গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে থকথকে করে রাখুন। এটি মুখের ভেতরের অ্যাসিডকে নিষ্ক্রিয় করবে।

গ্রিন টি মাড়ির জীবাণু তাড়ায় সহজেই। কাজেই গ্রিন টি ভেজানো জল দিয়ে কুলকুচি করলে ফল মিলবে। তবে এগুলো সবই প্রাথমিক পথ্য। ঠিক কোন কারণে সমস্যা হচ্ছে, কত দূর গড়াতে পারে রোগ; সেগুলো জানা যাবে চিকিৎসকের কাছে গেলেই। কাজেই প্রাথমিক চিকিৎসায় কাজ না হলে, রোগ পুষে না রেখে ডাক্তারের কাছে যাওয়াই উত্তম।

এস/পি

মন্তব্য করুন

Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে দেশের মানুষ: তারেক রহমান
‘রক্তাক্ত জুলাই’ নিয়ে কবি পলিয়ার ওয়াহিদের একগুচ্ছ কবিতা
আমরা হার মানি না, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে জানি: চমক
রক্তের দাগ এখনও শুকায়নি, দাবি আদায়ে সবার ধৈর্য ধরা দরকার: মুশফিকুল ফজল আনসারী