• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সুস্বাদু ডাব চিংড়ি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৩:৫৮
সুস্বাদু ডাব চিংড়ি
ডাব চিংড়ি

ডাব চিংড়ি একটি বাঙালি রেসিপি। ভাত দিয়ে খেতে এটি খুব ভালো লাগে। এই ডিশটি রান্না করা যে কী সহজ, তা ভাবতেও পারবেন না! রাঁধুনিরা ঘরে তৈরি করতে পারবেন এই রেসিপিটি।

তাহলে দেখে নিন কীভাবে তৈরি করবেন ডাব চিংড়ি।

যা যা লাগবে
৬টি বড়ো আকারের চিংড়ি মাছ, ৫ গ্রাম আদাবাটা, ৫ গ্রাম রসুনবাটা, ১টি শাঁসসমেত ডাব, ১০ গ্রাম কালো সরিষা, ২৫ গ্রাম সাদা সরিষা, ৪টি কাঁচা মরিচ, ২০ গ্রাম দই, ১০ গ্রাম নারকেলের দুধ, ২ গ্রাম জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ।

যেভাবে তৈরি করতে হবে
প্রথমে চিংড়িমাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। পিঠের দিকের ময়লাটা সাবধানে পরিষ্কার করে নিন। মাছের গায়ে সামান্য নুন-হলুদ মাখিয়ে নিন।

সাদা আর কালো সরিষা বেটে নিন একসঙ্গে। ডাবের মধ্যে থেকে পানি আর শাঁসটা বের করে পিষে নিন। কিন্তু খোলাটা ফেলে দেবেন না।

দইটা ফেটিয়ে নিন। বাকি সব মশলা একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে অন্ততপক্ষে দু’ঘণ্টা ফ্রিজে রাখুন।

এবার মাছটা কলাপাতায় মুড়ে টুথপিক বা সুতো দিয়ে মুখটা আটকে নিন। তারপর ভাপিয়ে নিতে হবে ১৫ মিনিটের জন্য।

এবার চিংড়ি মাছটা ডাবের খোলে রেখে পরিবেশন করুন। সাদা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে।

এস/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরান ঢাকার তেহারি রেসিপি
কাঁচা নাকি রান্না, পেঁয়াজ যেভাবে খেলে পাবেন উপকার
শীতের সবজিতে মাছ-সরষে দিয়ে নিত্যনতুন রেসিপি
রান্নাঘরের মুশকিল আসান হবে কফি দিয়েই