• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

শীতের শাক বথুয়ার অসাধারণ যতগুণ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০২০, ১৯:০০
শীতের শাক বথুয়ার অসাধারণ যতগুণ,
শীতের শাক বথুয়া

বলা চলে অযত্নে বেড়ে ওঠা একটি আগাছা বথুয়া। গ্রাম-বাংলার খুব পরিচিত একটি শাক বথুয়া বা বেথো বা চিনি শাক। আবাদি ফসলের ক্ষেতে নিজে নিজেই জন্ম নেয় এটি। আর তাই আলাদা করে চাষেরও প্রয়োজন হয় না। আগাছা হলেও কিন্তু এ শাকের গুণের শেষ নেই। এর ওষুধি গুণাগুণ পুরোপুরি জানলে হয়তো একে আর আগাছা বলবেন না। বরং বেশ গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে রাখবেন বথুয়ার শাক।

ভিটামিন এ, বি, সি, ফাইবার, ক্যালশিয়াম, ডায়াটারি ফাইবার, পটাশিয়াম এবং সোডিয়ামের মতো উপাদান থাকে বথুয়ায়। যা হার্ট সুস্থ রাখে, রক্তের কার্যকরিতা বাড়ায়, অন্ধত্ব দূর করে। এছাড়া বিভিন্ন রোগ প্রতিরোধ এবং রোগ সারাতে সাহায্য করে। তাই জেনে নিন বথুয়া শাকের গুণ সম্পর্কে।

হজম শক্তি বাড়ায়
বথুয়া শাকে থাকা পটাশিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান হজম শক্তি বাড়ায়, রক্তস্বল্পতা প্রতিরোধ করে, কনজাংটিভাইটিস নিরাময়ে সাহায্য করে, অনিয়মিত পিরিয়ড সমস্যা দূর করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ডায়াটারি ফাইবার যকৃতকে ভালোভাবে কাজ করতে এবং মল নির্গমন প্রক্রিয়াকে সহজ করে।

হার্ট ভাল রাখে
বথুয়া শাকে পটাশিয়াম এবং সোডিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। একই সাথে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হার্ট ভালো থাকে এবং বিভিন্ন রকমের হার্ট ডিজিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।

পেটর অসুখ
পেটের বিভিন্ন অসুখ সারাতে দারুণ উপকারী এই বথুয়া শাক। পুরাতন আমাশয়ের মতো রোগে যারা ভুগছেন; তাদের জন্য বথুয়া শাক খুবই কার্যকরী প্রাকৃতিক ওষুধ। এছাড়া দীর্ঘমেয়াদী ডায়রিয়া সারাতে এটি খুব দ্রুত কাজ করে।

দৃষ্টি শক্তি বাড়ায়
ভিটামিন এ সমৃদ্ধ বথুয়া দৃষ্টিশক্তি এবং প্রতিষেধক জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কিডনি, হার্ট এবং অন্যান্য অঙ্গ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়া রাতকানার মতো সমস্যাগুলো থেকে রক্ষা করে।

রক্ত পরিশোধক
এছাড়া বথুয়া শাক রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। এ শাকে হিমোগ্লোবিন স্তর উন্নত হয়। কারণ বথুয়ায় প্রচুর আয়রন আছে, যা রক্তের হিমোগ্লোবিন স্তর উন্নত করার জন্য কার্যকর ভূমিকা রাখে।

দেহ গঠন করে
বথুয়া শাক ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ধারণ করে। যা দেহ গঠনে সাহায্য করে। এছাড়া এতে থাকা বিভিন্ন ভিটামিন আমাদের শরীর সুস্থ রাখে। একইসাথে দেহের কোষের ক্ষয় রোধ করে ও কোষকলার সুস্থতায় সাহায্য করে। এছাড়া বথুয়া শাক অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ। এর পাতার মধ্যে ৮টি অ্যামিনো অ্যাসিড রয়েছে। যা আমাদের দেহ গঠনে সাহায্য করে।

এছাড়া বথুয়া শাক পাচক ব্যবস্থা স্বাস্থ্যকর রাখে। কিডনি পাথরের সমস্যার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। ভিটমিন বি-র অভাব জনিত রোগ সারাতে সহায়তা করে। বথুয়া ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় স্কার্ভি রোগ সারাতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি এর অভাব জনিত রোগ সারাতে এর কার্যকরী ভূমিকা রয়েছে।

এস/জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে রাতের টিফিন খেয়ে পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ
আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ
শীতের সকালে মিমের সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা
শীত নিয়ে দুঃসংবাদ