• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

শাহজালাল বিমানবন্দরে নতুন সেবা

কল করুন ফ্রিতে, সিম কিনুন পাসপোর্ট দিয়ে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৭
শাহজালাল বিমানবন্দরে নতুন সেবা কল করুন ফ্রিতে সিম কিনুন পাসপোর্ট দিয়ে
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষই ব্যবস্থা করেছেন ল্যান্ড টেলিফোনের

ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমে ফ্রি'তে কল করে যোগাযোগ করুন স্বজনদের সঙ্গে। বিদেশ থেকে দেশে বিমানবন্দরে নামার পর অনেকেরই প্রয়োজন হয় স্বজনকে ফোন করার। তখণ বিমানবন্দরে রিসিভ করতে আসা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান নিশ্চিত করা জরুরি হয়ে পরে। কিন্তু তখন দেখা যায় নানা ধরনের বিপত্তি। যেমন- কারো সিম থাকে না বা সিম থাকলেও টাকা থাকে না, আবার দুটোই আছে কিন্তু মোবাইল ফোনে চার্জ নেই। চার্জের ব্যবস্থা করবেন সেটাও নেই।

এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষই ব্যবস্থা করেছেন ল্যান্ড টেলিফোনের। যাত্রীদের জন্য এই ফোন থেকে ফ্রি কল করার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ল্যান্ডফোন বা মোবাইল ফোনে কথা বলা যাবে একেবারে বিনে পয়সায়। ইমিগ্রেশন পার হওয়ার পরেই রয়েছে এই টেলিফোন বুথটি। তাছাড়া বিমানবন্দরে যে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো আছে সেখান থেকেও পাসপোর্টের মাধ্যমে সিম ক্রয় করতে পারবেন। এজন্য কোনো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড লাগবে না।

সি/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব পাস স্থগিত
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ার ওয়েজের প্লেনের দরজা
টেকনো ফ্যান ফেস্টিভ্যালে ক্যামন ৩০এস উন্মোচন, সাথে থাকছে উপহার
আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’