• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

মজাদার মুগ ডালের হালুয়া

অনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২০, ২৩:১০
মজাদার মুগ ডালের হালুয়া

হালুয়া-রুটি খেতে দিনক্ষণ লাগে নাকি? যে কোনও সময়ই ঘরে তৈরি করতে পারেন মজাদার মুগ ডালের হালুয়া।

জেনে নিন কীভাবে তৈরি করবেন-

যা যা লাগবে

মুগ ডাল আধা কেজি, চিনি দেড় কাপ বা প্রয়োজনমতো, দুধ ২ কাপ, মাওয়া আধাকাপ, এলাচি ২-৩টি, দারুচিনি ২-৩ টুকরা, ঘি আধাকাপ, কিশমিশ ১ টেবিল চামচ, জাফরান সামান্য, গোলাপজল ১ টেবিল চামচ, কাঠ বাদাম কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

মুগ ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। দুধ ও সামান্য পানি দিয়ে ডাল সিদ্ধ করে বেটে নিন। এবার প্যানে ঘি দিয়ে কিশমিশ, এলাচ ও দারুচিনি যোগ করুন। মুগ ডাল ও অন্যান্য উপকরণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

গোলাপজল মিশ্রিত জাফরান দিন। আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। পাত্রে ঢেলে বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এয়ার ফ্রায়ারে বানিয়ে নিন তিন রকমের আমিষ-নিরামিষ কাবাব
সয়াচাঙ্ক দিয়ে ব্রকলির রেসিপি
হোমমেড কেক দিয়েই সেলিব্রেট করুন ক্রিসমাস
পুরান ঢাকার তেহারি রেসিপি