• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কাঁচা আমের সস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ মে ২০২০, ২২:১০
কাঁচা আমের সস
কাঁচা আমের সস

বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। ফলে দামও কিছুটা কম থাকে। এ অবস্থায় কাঁচা আম দিয়ে মজাদার সস তৈরি করে ফেলতে পারবেন চাইলেই।

দেখে নিন কিভাবে কাঁচা আমের সস তৈরি করবেন।

যা যা লাগবে
কাঁচা আম- ১ কেজি, সাদা ভিনেগার- আধা কাপ, লবণ- পরিমাণমতো, শুকনা মরিচ- কয়েকটি, রসুন- ৪ কোয়া, চিনি- পরিমাণমতো, সবুজ ফুড কালার- সামান্য (ঐচ্ছিক)।

যেভাবে তৈরি করবেন

কাঁচা আমাদের খোসা ছাড়িয়ে আঁটি ফেলে দিন। ছোট টুকরা করে কাটুন। আড়াই কাপ পানি ও ভিনেগার দিন। লবণ, রসুন ও শুকনা মরিচ দিয়ে নেড়ে একটি হাঁড়িতে নিয়ে নিন উপকরণগুলো। মিডিয়াম লো আঁচে সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় রাখুন।

আধা ঘণ্টা পর ঢাকনা তুলে দেখুন সেদ্ধ হয়েছে কিনা। একদম নরম হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট তৈরি হলে প্যানে নিয়ে চুলায় দিন।
স্বাদমতো চিনি দিয়ে দিন। মিশ্রণটি ফুটে উঠলে সামান্য ফুড কালার দিন। নামিয়ে ঠাণ্ডা করে সসের বোতলে সংরক্ষণ করুন মজাদার কাঁচা আমের সস।

এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব
সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর'
আমাদের সকল জনশক্তি শতভাগ মাদকমুক্ত: শিবির সেক্রেটারি
রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো: শিক্ষা উপদেষ্টা